[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

লালপুরে পাখি শিকার করতে নিষেধ করায় গুলি

প্রকাশঃ
অ+ অ-

আটক তিন যুবক। তাদের থানায় নেওয়া হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন 

নাটোরের লালপুরে পাখি শিকার করতে নিষেধ করার ঘটনায় রিপন কাজী (৩৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনা ঘটেছে রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কলসনগর এলাকায়। আহত রিপন ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানিয়েছেন, ভবানীপুর গ্রামের জাহিদ (২৫), সামাউন (৩০) ও আশরাফুল (৩২) রিপন কাজীর বাড়ির সামনে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন। রিপন কাজী তাদের শিকার করা থেকে বিরত রাখেন। এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায় জাহিদ রিপনের পেটে এয়ারগানের গুলি চালান। স্থানীয়রা রিপনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক জানান, তাঁর পেটের চামড়ায় গুলি আটকে আছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এদিকে স্থানীয়রা ঘটনাস্থলেই জাহিদ, সামাউন ও আশরাফুলকে পিটিয়ে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাদের একটি মোটরসাইকেল ও একটি এয়ারগানসহ থানায় নিয়ে যায়।

লালপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, 'খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন