[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রেস্তোরাঁয় খেতে গিয়ে হঠাৎ অসুস্থ, জবি ছাত্রদল নেতার মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান শুক্রবার রাতে পুরান ঢাকায় একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় অসুস্থ হয়ে মারা গেছেন | ফাইল ছবি

পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসিবুর সঙ্গে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়াতুল্লাহ আল মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবের সঙ্গে পুরান ঢাকার স্টার কাবাব রেস্তোরাঁয় খাওয়াদাওয়া করছিলাম। হঠাৎ হাসিব ভাই অসুস্থ বোধ করেন। তিনি আমাকে বলেন, 'আমি নিশ্বাস নিতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে। তখন আমি তাঁকে দ্রুত পানি খেতে দিই। পানি খাওয়ার আগেই হাসিবুর নিচে পড়ে যান।' 

আয়াতুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আমি তাঁকে পিছন থেকে ধরে রাখি। এরপর দ্রুত তাঁকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে ইসিজি করার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, 'হাসিবুর হাসপাতালে আনা হলে তাঁর হৃৎস্পন্দন খুবই কম ছিল। ইসিজিতে দেখা যায়, হৃৎস্পন্দন সম্পূর্ণ বন্ধ।' 

চিকিৎসক রুহুল আমিন বলেন, ‘আমরা ধারণা করছি, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।’

হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ভোলা জেলায়। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন