{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

আদাবরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, নিহত ১

প্রকাশঃ
অ+ অ-
কুপিয়ে  হত্যা | প্রতীকী ছবি

রাজধানীর আদাবরে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণের বিরোধে স্থানীয় দুটি অপরাধী দলের মারামারিতে এক ব্যক্তি নিহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ। ওই ব্যক্তির নাম রিপন সরদার (৪২)।

মঙ্গলবার সকাল সাতটার দিকে আদাবরের ১০ নম্বরের বালুরমাঠ এলাকায় ‘বেলচা মনির’ ও ‘রাজু গ্রুপে’র মধ্যে এ মারামারি হয়।

পুলিশ জানায়, ‘বেলচা মনিরের’ লোকজন ‘রাজু গ্রুপের’ রিপনকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করে। সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিপন সরদারের মৃত্যু হয়।

আদাবর থানার ওসি এস এম জাকারিয়া বলেন, স্থানীয় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটির বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিপন সরদারের ছেলে ইমন সরদার দাবি করেছেন, রিপন মাদক ব্যবসায়ী ছিলেন না। রিপন পেশায় চা দোকানদার। ‘বেলচা মনিরের’ লোকজনের সঙ্গে দুই দিন আগে তাঁর বাবার কথা-কাটাকাটি হয়। এর জেরে তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর মা আরজু বেগমও আহত হয়েছেন। তাঁদের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।

পুলিশের ভাষ্য, নিহত রিপন সরদার মাদক কারবারি ব্যবসায়ী রাজুর চাচাতো ভাই। ‘রাজু গ্রুপ’ ও ‘বেলচা মনিরের’ নেতৃত্বে আদাবরের ১০ ও ১৭ নম্বর এলাকায় মাদক ব্যবসা হয়। ওই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। নিহত রিপনের বিরুদ্ধে ভোলায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন