[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শিবিরের বট আইডির অ্যাটাক আমিও কম খাই নাই: শিবির প্যানেলের প্রার্থী জুমা

প্রকাশঃ
অ+ অ-

ফাতিমা তাসনিম জুমা | ছবি: পদ্মা ট্রিবিউন  

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন-বিষয়ক সম্পাদক প্রার্থী ফাতিমা তাসনিম জুমা জানিয়েছেন, তিনিও শিবিরের বট আইডির বুলিংয়ের শিকার হয়েছেন। সোমবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন কথা জানান তিনি।

পোস্টে ফাতিমা তাসনিম জুমা বলেন, 'শিবিরের বট আইডি ব্যবহার করে করা আক্রমণ আমি কম সহ্য করি নাই। সাধারণভাবে সবার আক্রান্ত হওয়ার ধরন প্রায় একই ধরনের, তবে বামপন্থীদের ক্ষেত্রে আলাদা। অন্যদিকে, কোনো দলের মনসুরার মতো পোস্ট করা নেত্রী সেবা দাসী হলে কোনো প্রতিবাদ হয় না; কিন্তু কে কাকে সমর্থন করছে তা নিয়ে অন্যকে নেতা বানিয়ে সমস্যা তৈরি করা হয়।' 

তিনি আরও লিখেছেন, 'স্লাটশেমিং বিষয়ে আমি কোনো প্যানেলে যাওয়ার আগে শিবিরের এক নেতাকে বিষয়টি জানিয়েছিলাম। তাঁর প্রতিক্রিয়া কী ছিল। এছাড়া আমার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিষয়েও আরেক দলের নেতাকে জানালে, তাদের প্রতিক্রিয়া কী ছিল। যারা পার্থক্য দেখানোর চেষ্টা করেছিল, সেটিও দেখিয়েছি।' 
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন