সিলেটে ছাত্রলীগ কর্মীর হাত-পায়ের রগ কর্তন, অভিযোগ শিবিরের বিরুদ্ধে
![]() |
ছাত্রলীগ কর্মী রাহাত হোসেন | ছবি: সংগৃহীত |
সিলেটে ছাত্রলীগের এক যুবকের হাত ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরিবার ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে দায় চাপালেও সংগঠনটি এ অভিযোগ অস্বীকার করেছে।
আহত রাহাত হোসেন (২৪) নগরের বনকলাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং সুবিদবাজার স্ট্যান্ডে মাইক্রোবাস চালান। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রাহাতের বাবা ফারুক হোসেন বলেন, ' মঙ্গলবার দিবাগত রাতে আমার ছেলের এক বন্ধুর বাবা মারা গেছেন। রাহাত তাকে দেখতে গিয়েছিল। পথে কয়েকজন হেলমেট পরা ব্যক্তি এসে তার ওপর হামলা চালায়। এতে তার হাত ও পায়ের রগ কেটে গেছে, বাম পায়ের হাড্ডি ভেঙেছে এবং বাম হাতের দুটি আঙুল আলাদা হয়ে গেছে। সন্ধ্যায় অস্ত্রোপচার করা হবে।'
![]() |
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত রাহাত হোসেন | ছবি: পদ্মা ট্রিবিউন |
তিনি আরও জানান, 'প্রায় ৮–৯ মাস আগে পাড়ার জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের সঙ্গে রাহাতের ঝামেলা হয়েছিল।'
অভিযোগের বিষয়ে ছাত্রশিবিরের সিলেট মহানগর শাখার সভাপতির শাহিন আহমদ বলেন, ‘আপনার মাধ্যমে ঘটনাটি জানলাম। শিবিরের নেতা-কর্মীরা এরকম কিছুর সঙ্গে জড়িত থাকলে আমি জানতাম। এসব অতীতের মতো শিবিরের ওপর 'দায়' দিয়ে দেওয়ার চেষ্টার অংশ। মঙ্গলবার রাতে আমাদের সবাই ডাকসু নির্বাচনের ফল নিয়ে মনোযোগী ছিলাম।’
সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে নগরের লাক্কাতুরা এলাকায় রাহাত হোসেনের ওপর অজ্ঞাতপরিচয়ের কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলার সময় তার দুই পা ও হাতে গুরুতর আঘাত হয়েছে। হামলাকারীদের সনাক্ত করা যায়নি।
একটি মন্তব্য পোস্ট করুন