[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খাগড়াছড়ির ধর্ষণ অভিযোগকে ‘ভুয়া’ বললেন হান্নান মাসউদ, দেখছেন ভারতের ষড়যন্ত্র

প্রকাশঃ
অ+ অ-
নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের সাইফুল মার্কেটে ঐক্য ও সংহতির সমাবেশে বক্তব্য দেন এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ। রোববার সন্ধ্যায় | ছবি: পদ্মা ট্রিবিউন  
 
পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ঘিরে সহিংসতায় খাগড়াছড়ির গুইমারায় গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সেনা, পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন। পুরো জেলায় এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। এর মধ্যে ধর্ষণের ঘটনাটিকে ‘ভুয়া’ দাবি করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
 
রোববার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নে এক সমাবেশে মাসউদ বলেন, 'পার্বত্য অঞ্চল নিয়ে ভারত শেষ ট্রাম্প কার্ড খেলছে। একটা ভুয়া ধর্ষণের নাটক সাজিয়ে পাহাড়ি ও বাঙালিদের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। ১৯৭১ সালে যেমন পাকিস্তানের মোকাবিলা করেছি, ২০২৫ সালে ভারতের মোকাবিলা করব।' 
 
এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ, এনসিপি নেতা ইউছুপ, বাগছাসের কেন্দ্রীয় নেতা হাফিজসহ দলের নেতারা।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বক্তব্য ঘিরে সমালোচনা শুরু হয়। পরে সোমবার দুপুরে ফেসবুকে তিনি আবার লেখেন, ধর্ষণ ভয়াবহ অপরাধ, এর শাস্তি হওয়া উচিত। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিচ্ছিন্নতাবাদীদের উসকে দেওয়া হচ্ছে, যা দেশদ্রোহিতার শামিল। 
 
গত মঙ্গলবার রাত ৯টার দিকে প্রাইভেট পড়ে ফেরার পথে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে খেত থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
 
ধর্ষণের প্রতিবাদে জুম্ম–ছাত্র জনতা আট দফা দাবিতে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চালাচ্ছে। এর মধ্যে আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিও রয়েছে। প্রশাসন জেলায় ১৪৪ ধারা জারি রেখেছে।
 
আজ মঙ্গলবার পর্যন্ত খাগড়াছড়ি শহরে দোকানপাট বন্ধ, দূরপাল্লার যান চলাচল বন্ধ, সড়কে শুধু দু–একটি অটোরিকশা চলতে দেখা গেছে। মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি চলছে। একাধিক ব্যক্তিকে একসঙ্গে দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন