[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চার দিনের ভোগান্তির পর সমাধান, আজ থেকেই রাস্তায় নামছে বাস

প্রকাশঃ
অ+ অ-

দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শুক্রবার সকালে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে | ছবি: পদ্মা ট্রিবিউন 

টানা চার দিন বন্ধ থাকার পর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার বেলা ২টার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের সঙ্গে মালিকদের বেতন নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে। ঢাকায় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে মালিকপক্ষ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। বিকেল ৪টা থেকে বাস চলাচল শুরু হবে।’

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘ঢাকায় মালিকদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। শ্রমিকদের দাবিদাওয়া পূরণ হয়েছে। মালিকেরা গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমরা গাড়ি চালাতে প্রস্তুত।’

আজকের বৈঠকে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা সর্বসম্মতিক্রমে বেতন-ভাতা সংক্রান্ত আলোচনায় অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন। পরে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের বেতন বাড়ানো হয়।

নতুন চুক্তি অনুযায়ী- রাজশাহী থেকে ডাবল ট্রিপে চালক পাবেন ১,৭৫০ টাকা, সুপারভাইজার ৭৫০ টাকা ও হেলপার ৬৫০ টাকা। চাঁপাইনবাবগঞ্জের কানসাট বা রহনপুর থেকে চালক পাবেন ১,৯৫০ টাকা, সুপারভাইজার ৮০০ টাকা ও হেলপার ৭০০ টাকা। খোরাকির টাকাও বাড়ানো হয়েছে; আগে যেখানে ২১০ টাকা ছিল, এখন করা হয়েছে ৩০০ টাকা।

এদিকে ধর্মঘট প্রত্যাহারের পর থেকেই রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে দূরপাল্লার বাস কাউন্টারগুলো খুলেছে। কাউন্টারের সামনে এনে রাখা হয়েছে বাস। শুরু হয়েছে টিকিট বিক্রিও।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন