[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চাঁপাইনবাবগঞ্জে বিদেশ ভ্রমণে বিধি ভঙ্গ, অভিযুক্ত চিকিৎসক

প্রকাশঃ
অ+ অ-

মো. ইসমাইল হোসেন | ছবি: ফেসবুক থেকে নেওয়া

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে কর্মরত হাড়ের বিশেষজ্ঞ চিকিৎসক মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে পরিচয় ও উদ্দেশ্য গোপন করে বিদেশ ভ্রমণের অভিযোগ উঠেছে। অনুমতি ছাড়া সম্প্রতি তিনি সাত দিনের জন্য বিদেশে গিয়েছেন। অভিযোগ রয়েছে, এর আগে একইভাবে চীন সফরও করেছেন তিনি।

এই সময়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ডাক্তারের কক্ষ বন্ধ থাকায় অনেকেই চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরে গেছেন।

সদর উপজেলার বারোঘরিয়া চামাগ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, 'ভাঙা পা নিয়ে কয়েকদিন ধরে হাসপাতালে আসছি, কিন্তু ডাক্তারকে পাচ্ছি না। বারবার আসা–যাওয়া করতে হচ্ছে।' 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে আগেও নানা অনিয়মের অভিযোগ জানানো হয়েছে। কিন্তু এখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নিয়ে বিদেশে যাওয়া খুবই দুঃখজনক। বিষয়টি তদন্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।' 
 
জানা গেছে, ৩ সেপ্টেম্বর সকাল ১০টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি স্পেনের উদ্দেশে রওনা দেন এবং ৯ সেপ্টেম্বর দেশে ফেরেন। দেশে ফিরে ১০ সেপ্টেম্বর ফেসবুকে জানান, তিনি আবার কক্ষে বসে রোগী দেখবেন।

চাঁপাইনবাবগঞ্জ শহরের ম্যাক্স হাসপাতাল, জারা ডায়াগনস্টিক সেন্টার ও দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বপ্রাপ্তরা নিশ্চিত করেছেন, ওই দিন থেকে তিনি আবার রোগী দেখা শুরু করেছেন।

জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান বলেন, 'পারিবারিক কারণ দেখিয়ে ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি আমার কাছে ছুটি নিয়েছিলেন। তবে বিদেশ ভ্রমণের কথা জানাননি। সরকারি হাসপাতালের কর্মকর্তা হিসেবে অনাপত্তি সনদ ছাড়া বিদেশে যাওয়ার নিয়ম নেই। বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।'  

ডা. ইসমাইল হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি। হাসপাতালে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন