সমাবেশ কেন্দ্র করে টাঙ্গাইলে ১৪৪ ধারা, থমথমে পরিবেশ
![]() |
| টাঙ্গাইলের বাসাইলে কাদেরিয়া বাহিনী ও ছাত্রসমাজের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এলাকায় সেনাবাহিনীর টহল চলছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
টাঙ্গাইলের বাসাইলে কাদেরিয়া বাহিনী ও ছাত্রসমাজ একই দিনে সমাবেশের ডাক দেওয়ায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। রোববার সকাল ৬টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ আদেশ কার্যকর হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের সদস্যরা মাঠে রয়েছেন।
শনিবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা বেগম এ আদেশ জারি করেন। জানা গেছে, রোববার বিকেল ৩টায় শহীদ মিনার চত্বরে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ এবং ছাত্রসমাজের উদ্যোগে ছাত্র সমাবেশ হওয়ার কথা ছিল।
প্রশাসন সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল মুক্তিযোদ্ধা সমাবেশের অনুমতি চেয়ে লিখিত আবেদন করেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের।
![]() |
| যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী | ছবি: পদ্মা ট্রিবিউন |
অন্যদিকে, ৫ সেপ্টেম্বর ছাত্রসমাজের ব্যানারে সমাবেশের জন্য আবেদন করা হয় রনি মিয়া নামের এক ব্যক্তির পক্ষ থেকে। তবে আবেদনে তাঁর পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর দেওয়া হয়নি। ওই সমাবেশের অতিথি হিসেবে কে থাকবেন, সেটিও উল্লেখ করা হয়নি। এতে জানানো হয়, এটি হবে ‘স্বৈরাচারী আওয়ামী সরকারবিরোধী ছাত্রসমাবেশ’।
দুই পক্ষের সমাবেশ ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শহীদ মিনার চত্বরে সমাবেশ করতে না পারলে অন্য স্থানে আয়োজন করা হবে বলে জানিয়েছেন কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা। একইভাবে ছাত্রসমাজও যেকোনো মূল্যে সমাবেশ সফল করার ঘোষণা দিয়েছে।
বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, 'একই স্থানে দুটি সমাবেশের ডাক পড়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, সেনাবাহিনীও টহল দিচ্ছে।’
ইউএনও আকলিমা বেগম বলেন, ‘একই সময়ে দুটি সমাবেশ হলে রক্তপাত ও আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। তাই জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই আদেশ রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।’


Comments
Comments