ঢাকাগামী বিমানে মাঝ আকাশে ঝাঁকুনি, কেবিনকর্মীর হাত ভাঙল
![]() |
মাঝ আকাশের দুর্ঘটনায় মিথিলার হাত ভাঙা ধরা পড়েছে এক্স-রে রিপোর্টে | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মাঝ আকাশে আকস্মিক ঝাঁকুনিতে (টার্বুলেন্স) আহত হয়েছেন এক কেবিনকর্মী। শুক্রবার আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার পথে বিজি-০১২৮ ফ্লাইটে এ ঘটনা ঘটে।
আহত কেবিনকর্মীর নাম শাবামা আজমী মিথিলা। তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি হন। এক্স–রে পরীক্ষায় দেখা গেছে, তাঁর বাম হাতের কনুইয়ের ওপরের হাড় ভেঙে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এতে স্থায়ী শারীরিক ঝুঁকি ও অঙ্গহানির আশঙ্কা রয়েছে।
জানা গেছে, উড়োজাহাজটি প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। সে সময় মিথিলা যাত্রীদের সেবা দেওয়ার নিয়মিত দায়িত্বে ছিলেন। হঠাৎ প্রবল ঝাঁকুনিতে তিনি ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে হাত ভেঙে যায়। ঘটনার সময় যাত্রীদের সিটবেল্ট বাঁধার সংকেত তখনো চালু হয়নি।
অভিযোগ রয়েছে, অবতরণের পর বিমানবন্দর চিকিৎসা কেন্দ্রে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। এমনকি জরুরি অ্যাম্বুলেন্সও সরবরাহ করা হয়নি। সহকর্মী এক নারী কেবিনকর্মীর সহায়তায় মিথিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ছুটির দিন হওয়ায় হাসপাতালে তাঁকে অস্ত্রোপচার না করে প্রাথমিক চিকিৎসা শেষে প্লাস্টার করা হয়। পরে তিনি বাসায় ফেরেন।
ওই ফ্লাইটে উড়োজাহাজের ক্যাপ্টেন ছিলেন ইন্তেখাব, যিনি বিমানের উপপ্রধান ফ্লাইট নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও কর্মরত। উড্ডয়নের দায়িত্বে ইনচার্জ হিসেবে ছিলেন কেবিন প্রধান রনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, ‘আমাদের সহকর্মী মিথিলা উড়োজাহাজে ঝাঁকুনিতে পড়ে গুরুতর আহত হয়েছেন। অবতরণের পর তাঁকে সরাসরি পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।’
একটি মন্তব্য পোস্ট করুন