{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

কক্সবাজারের মহেশখালীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশঃ
অ+ অ-

 তোফায়েল আহমেদ | ছবি: পরিবারের সৌজন্যে

কক্সবাজারের মহেশখালীতে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার কালারমারছড়া বাজারের দক্ষিণে বাঁশডোয়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার হয়। এর আগে গতকাল শনিবার রাতে একই এলাকায় তাঁর একটি চিংড়ির ঘেরে হামলা চালিয়ে তাঁকে অপহরণ করা হয়েছিল।

নিহত ওই ব্যবসায়ীর নাম তোফায়েল আহমেদ। তিনি উপজেলার কালারমারছড়ার মো. শাহ ঘোনা গ্রামের ছিদ্দিক আহমেদের ছেলে। তাঁকে খুনের পাশাপাশি হামলা চালিয়ে তাঁর চিংড়ি ঘেরের মাছও লুটপাট করার অভিযোগ উঠেছে।

নিহত ব্যক্তির বড় ভাই সরওয়ার আজম ছিদ্দিক বলেন, গতকাল রাতে স্থানীয় কিছু দুর্বৃত্ত তোফায়েলের চিংড়ি ঘেরে হামলা চালায়। এ সময় চিংড়ি ঘেরে নিয়োজিত শ্রমিকদের মারধর করে কয়েক লাখ টাকার মাছ লুট করা হয়। একপর্যায়ে তাঁর ভাই তোফায়েলকে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করে তোফায়েলকে হত্যা করা হয়েছে। পরে ভোরে লাশ ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।

জানতে চাইলে মহেশখালী থানার ওসি মনজুরুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন