[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মহাখালীতে দুর্বৃত্তদের গুলিতে বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী আহত

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

গুলি | এআই দিয়ে বানানো

রাজধানীর মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের এক কর্মচারী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। তাঁর নাম জামান হোসেন (৪০)। শুক্রবার রাতে হাসপাতালের পাশেই তাঁকে গুলি করা হয়। তিনি হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

জামান হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ভাই সালাউদ্দিন সজল বলেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পাশে স্টাফ কোয়ার্টারে থাকেন জামান। শুক্রবার রাত সোয়া আটটার দিকে তিনি বাসা থেকে বেরিয়ে একটি দোকানে চা পান করতে বসেন। এ সময় মুখোশ পরা দুজন তাঁকে গুলি করে। এ সময় তাঁর ডান চোখের পাশে গুলি লাগে।

রাতে যোগাযোগ করা হলে বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, কারা, কেন জামানকে গুলি করেছে, তা জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন