নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২৩তম দিনের আলোচনা শেষে বক্তব্য দেন মজিবুর রহমান | ছবি: পদ্মা ট্রিবিউন |
জুলাই সনদ বাস্তবায়নে কেউ যদি বাধা সৃষ্টি করে, তবে তা জনমত তৈরি করে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২৩তম দিনের আলোচনা শেষে এ কথা বলেন তিনি।
আলোচনায় এবি পার্টির পক্ষ থেকে আরও অংশগ্রহণ করেন দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক।
মজিবুর রহমান বলেন, ‘এত দিন ধরে আলোচনার পরেও জুলাই সনদ কীভাবে বাস্তবায়িত হবে, তা পরিষ্কার না হলে জনমনে ধোঁয়াশা তৈরি হতে পারে। খসড়া সনদ চূড়ান্ত করার পর রাজনৈতিক দলগুলোর দুটি গুরুত্বপূর্ণ কাজ বাকি থাকে, শুদ্ধভাবে সনদটি প্রস্তুত করা, বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ করা। এই সনদ বাস্তবায়নের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ার পরেই কেবল আমরা এতে স্বাক্ষর করতে পারি।’
কিছু বিষয়ে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) দিয়েছে বলে জানান মজিবুর রহমান। তিনি বলেন, সেগুলো কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়েও স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, ‘ইতিবাচক দিক হলো—আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরের সঙ্গে একমত হতে পেরেছি।’