{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

জুলাই গণ–অভ্যুত্থান কোনো দলীয় নয়, জাতীয় বিবেকের জাগরণ: আনিসুল, রুহুল ও মুজিবুল

প্রকাশঃ
অ+ অ-

জাতীয় পার্টির লোগো

জুলাই গণ-অভ্যুত্থানে অর্জিত গণতন্ত্র রক্ষায় সর্বদা সোচ্চার থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো–চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো–চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক। তাঁরা বলেছেন, চব্বিশের গণ-অভ্যুত্থান কোনো দলীয় নয়, এটি জাতীয় বিবেকের জাগরণ। এটি কেবল সরকারের পতন নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের অধিকার নিশ্চিত করার সংগ্রাম।

৫ আগস্ট ঐতিহাসিক ছাত্র-গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ সোমবার এক যৌথ বিবৃতিতে দলের এ দুই জ্যেষ্ঠ নেতা এ কথা বলেন।

বিবৃতিতে জাতীয় পার্টির এই নেতারা বলেন, ‘আমরা বিশ্বাস করি, গণ-অভ্যুত্থানের এই চেতনা অটুট থাকবে, এই সংগ্রাম সফল হবে এবং এই বাংলাদেশ একদিন পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের মতো সত্যিকার অর্থে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হবে।’

বিবৃতিতে নেতারা আরও বলেন, ৫ আগস্ট ইতিহাসের সেই গৌরবময় দিন, যেদিন বাংলাদেশের সাহসী ছাত্রসমাজ, সাধারণ মানুষ, শিল্পী-সাহিত্যিক, আইনজীবী, প্রবাসী এবং সর্বস্তরের মানুষ একতাবদ্ধ হয়ে অন্যায়, দুর্নীতি, দমন-পীড়নের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট যে ছাত্র-জনতার অভ্যুত্থান শেখ হাসিনার দীর্ঘকালীন কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়েছিল, তা এক নতুন যুগের সূচনা করেছিল। এটি ছিল বাংলাদেশের মানুষের জাগরণের দিন, এটি ছিল নতুন আশার শপথের দিন। জাতীয় পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই গণ-অভ্যুত্থান ছিল একটি স্বতঃস্ফূর্ত ও ন্যায়ভিত্তিক বিপ্লব, যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারের জন্য ছাত্র-জনতা রক্তে ও ঘামে ইতিহাস লিখেছেন।

আনিসুল ইসলাম , রুহুল আমিন ও মুজিবুল হক বিবৃতিতে বলেন, ‘আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সব শহীদকে, যাঁরা জুলাই গণহত্যার নির্মম শিকার হয়েছেন। আমরা গভীর কৃতজ্ঞতা জানাই সেই সব সংগ্রামীর প্রতি, যারা পরিবার, ক্যারিয়ার, জীবনের নিশ্চয়তা বিসর্জন দিয়ে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় অবিচল ছিলেন।’

জাতীয় পার্টির পক্ষ থেকে এ তিন নেতা অর্জিত গণতন্ত্র রক্ষায় সর্বদা সোচ্চার থাকার অঙ্গীকার করেন। তাঁরা সরকার জনগণের সেবক আর জনগণ হবে প্রকৃত মালিক—এমন বাংলাদেশের স্বপ্ন দেখেন বলে জানান।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন