নাটোরে ‘মাদকাসক্ত ছেলেকে খুন করে’ পালিয়েছে বাবা
প্রতিনিধি নাটোর
![]() |
খুন | প্রতীকী ছবি |
নাটোরের সিংড়া উপজেলায় এক যুবক নেশার টাকা না পেয়ে ধারালো অস্ত্র নিয়ে বাবার ওপর চড়াও হন। ধস্তাধস্তির একপর্যায়ে বাবার হাতে ওই যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত শরিফুল ইসলাম (২৮) ওই গ্রামের কাঠ ব্যবসায়ী শহীদ মোল্লার ছেলে। ঘটনার পর থেকেই শহীদ পলাতক। পুলিশ জানিয়েছে, হত্যায় ব্যবহৃত হাঁসুয়াটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই এলাকার হাঁস-মুরগি ও বাসাবাড়িতে চুরি এবং পরিবারের সদস্যদের মারধর করতেন। তাঁকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রেও রাখা হয়েছিল। পরে সেখান থেকে তিনি চলে আসেন। স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছেন। গতকাল সন্ধ্যায় নেশার টাকা না পেয়ে শরিফুল তাঁর বাবাকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি বাবার হাতের ধারালো হাঁসুয়ার কোপে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
স্থানীয় চামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাবান সরদার বলেন, ‘নেশার দ্রব্য কেনার জন্য টাকা চেয়ে না পেলে উগ্র হয়ে উঠত শরিফুল। গতকাল সন্ধায় ওই কারণে সে তার বাবাকে খুন করার জন্য তেড়ে আসে। ওই সময় বাবা আত্মরক্ষার জন্য ছেলেকে কুপিয়ে পালিয়ে যায়। পরে শরিফুল মারা যায়।’
সিংড়া থানার ওসি মোহাম্মদ মমিনুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই নিহত যুবকের বাবা পলাতক। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন