[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বরখাস্ত

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি চট্টগ্রাম

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় | ছবি: পদ্মা ট্রিবিউন  

বিনা অনুমতিতে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই কর্মকর্তা হচ্ছেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক আবু মোহাম্মদ আরিফ। তিনি ছাত্রজীবনে চট্টগ্রাম নগর ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সহসভাপতি ছিলেন।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে এ-সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ২২ আগস্ট থেকে বরখাস্তের এই আদেশ কার্যকর হবে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটি গত ২৬ জুন প্রতিবেদন জমা দেয়।

গত ২৮ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৬০তম সভায় প্রতিবেদন উত্থাপন করা হলে তাঁকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর) আবু মোহাম্মদ আরিফ গত বছরের ২২ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার যথাযথ জবাব দেননি তিনি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন