[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জামায়াত নেতার বক্তব্যে উত্তেজিত চিকিৎসক, অনুষ্ঠান ছেড়ে উঠে গেলেন বিশেষ সহকারী

প্রকাশঃ
অ+ অ-

অনুষ্ঠানস্থলে হট্টগোল সৃষ্টি হয় | ছবি: পদ্মা ট্রিবিউন  

রাজধানীর একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। তিনি ওষুধ কোম্পানিগুলো চিকিৎসকদের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করে বলে মন্তব্য করলে এক চিকিৎসক প্রতিবাদ জানান। এতে হট্টগোল তৈরি হয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বিরক্ত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ-২০২৫’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরে আয়োজকদের অনুরোধে তিনি কিছু সময়ের মধ্যে মঞ্চে ফিরে আসেন।

জামায়াতের নায়েবে আমির বলেন, 'ওষুধ প্রেসক্রিপশনের জন্য কোম্পানিগুলো ডাক্তারদের বড় অঙ্কের অর্থ দেয়। ফলে ওষুধের খরচ প্রায় ২০ শতাংশ বেড়ে যায়।; 

এতে এক চিকিৎসক তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে বলেন, 'যদি ডাক্তাররা টাকা নিত, তাহলে শাস্তি দেওয়া হতো। আজ পর্যন্ত কোন ডাক্তারকে সাজা দেওয়া হয়েছে কি? আপনি কেন এসব বলবেন?' 

জবাবে জামায়াতের নেতা বলেন, 'তিনি ডাক্তারদের উদ্দেশ্য করে অভিযোগ করেননি; তিনি শুধু বলেন, কোম্পানিগুলো এ খাতে অর্থ ব্যয় করে।' 

এরপর উত্তপ্ত পরিস্থিতিতে ডা. সায়েদুর রহমান মঞ্চ থেকে নেমে ওই চিকিৎসকের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। পরিস্থিতি আরও উত্তেজিত হলে তিনি সভা কক্ষ ত্যাগ করতে উদ্যত হন। কয়েকজন তাঁকে অনুরোধ করলে তিনি পুনরায় মঞ্চে ফিরে আসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'আমরা কোম্পানিগুলোর হিসাব-নথি পর্যালোচনা করেছি। কারও কারও বিজ্ঞাপন খাতে খরচ ১০০ কোটি টাকার বেশি। পাঁচতারকা হোটেলে একটি সেমিনার আয়োজনেই কোটি টাকার বেশি ব্যয় হয়। উৎসব বা পার্টির খরচ তিন কোটি টাকারও বেশি। একসঙ্গে ৪০ জন করে বিদেশ সফর—এসব নথিভুক্ত আছে।' 

চিকিৎসকদের উদ্দেশে তিনি আরও বলেন, 'দেশে প্রায় এক লাখ ৪০ হাজার চিকিৎসক আছেন। এর মধ্যে হয়তো এক লাখ কোনো সুবিধা নেন না। কিন্তু বাকিদের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠছে। পাঁচতারকা হোটেলে ভোজ, বিদেশ সফর বা পার্টির খরচ কে বহন করে, তা সবার জানা উচিত। বিতর্কে না গিয়ে বাস্তবতা মেনে নেওয়া প্রয়োজন। আমাদের কাছে সব তথ্য আছে।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন