নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
লাশ | প্রতীকী ছবি |
ঢাকার মগবাজারে পূর্ব নয়াটোলা এলাকায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাতটার দিকে ঘরের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ওই শিক্ষার্থীর নাম রাগিব নূর। তিনি বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, ‘অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি আমরা জেনেছি। ছেলেটি তাঁর পরিবারের সঙ্গে হাতিরঝিল থানাধীন পূর্ব নয়াটোলা এলাকায় বসবাস করতেন।’
তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে।
রাগিবের মামা মো. সেলিম বলেন, ‘আমার ভাগনের উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। ভাগনে রাতেও লেখাপড়া করেছে। সকালে কোনো শব্দ পাওয়া যায়নি। তখন দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাগিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।