সংবাদদাতা সিরাজগঞ্জ

সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় বাসিন্দারা  | ছবি: পদ্মা ট্রিবিউন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। তাঁরা সম্পর্কে বাবা-ছেলে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার চড়িয়া শিখা এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরেক ছেলে ও ভ্যানটির চালক আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পুরান বেড়া গ্রামের আবদুল মান্নান খন্দকার (৭০) ও তাঁর ছেলে জুয়েল খন্দকার (৩৫)। আহত রাসেল খন্দকার (৪০) মান্নানের বড় ছেলে।

হাইওয়ে পুলিশ, নিহত দুজনের পরিবার ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, আবদুল মান্নান বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। আজ সকালে তাঁকে নিয়ে উপজেলার হাটিকুমরুলে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন ছেলে জুয়েল। সকাল পৌনে ৭টার দিকে চড়িয়া শিখা এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক পারাপারের সময় ভ্যানটিকে চাপা দেয় বেপরোয়া গতির একটি ট্রাক। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই বাবা-ছেলে (মান্নান ও জুয়েল) নিহত হন। এ ঘটনায় অটোভ্যানের চালকও গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

পরিবারের পক্ষ হতে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মান্নান ও জুয়েলের লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুর রউফ। তিনি বলেন, ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। তাঁকে ধরতে কাজ করছে পুলিশ।