[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সিলেটে স্বেচ্ছাসেবক দলের নেতার মাথা ন্যাড়া, কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি সিলেট

সিলেটে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছিনতাইকারী আখ্যা দিয়ে মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে | ছবি: ভিডিও থেকে নেওয়া

সিলেটে নিজ দলের কর্মীদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছিনতাইকারী আখ্যা দিয়ে মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আহত এমদাদুল ইসলাম সিলেট বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। গত বুধবার বিকেলে নগরের আম্বরখানা এলাকা থেকে তাঁকে ধরে দর্শনদেউরি এলাকায় নিয়ে মারধরের পর মাথা ন্যাড়া করে দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার বিকেলে সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে কয়েকজন যুবক এমদাদুল ইসলামকে ধরে নিয়ে যান। পরে পার্শ্ববর্তী দর্শনদেউরি এলাকায় নিয়ে এক প্রবাসী নারীর ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে মারধর করেন। পরে তাঁর মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়া হয়।

এমদাদুল ইসলাম অভিযোগ করেন, প্রায় দুই বছর আগে ছাত্রদলের একজনের সঙ্গে তাঁর বিরোধ ছিল। এর জেরে বুধবার বিকেলে ১০ থেকে ১২ জন তাঁকে ধরে নিয়ে দর্শনদেউরি এলাকায় নিয়ে যান। তাঁরা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী। সেখানে মারধর করে তাঁর সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে একপর্যায়ে মাথা ন্যাড়া করে মিথ্যা অপবাদ দিয়ে ভিডিও ধারণ করা হয়।

এমদাদুল ইসলাম বলেন, তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনা তিনি দলের জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতাদের জানিয়েছেন ও বিচার চেয়েছেন।

এ ব্যাপারে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফসর খানের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন