সংবাদদাতা নওগাঁ
![]() |
সীমান্ত | প্রতীকী ছবি |
নওগাঁর পোরশায় নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. ইব্রাহিম (৩৭) নামের এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম ভারতীয় সীমান্তের ভেতরে গরু চড়াতে যান। এ সময় ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও নিহতের প্রতিবেশী মতিউর রহমান জানান, 'ঘটনাটি ২২৬ নম্বর সীমান্ত পিলার থেকে প্রায় ৫০০ গজ ভারতের ভেতরে ঘটেছিল। বৃহস্পতিবার দুপুরে বিএসএফ সদস্যরা সেখান থেকেই ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।'
ঘটনার বিষয়ে জানতে চাইলে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, 'আমরা বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি। এখনো তথ্য যাচাই চলছে। বিস্তারিত জানার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।'