[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই চত্বর’ ও ‘জুলাই কর্নার’, হলে থাকবে ‘বিজয় ফিস্ট’

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় | ফাইল ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জুলাই চত্বর’ ও ‘জুলাই কর্নার’ নির্মাণ, শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের সংবর্ধনাসহ নানা আয়োজন রয়েছে। কর্মসূচির সমাপ্তি হবে আগামী ৫ আগস্ট ‘ছাত্র-জনতার বিজয় র‍্যালি’ আয়োজনের মাধ্যমে। হলগুলোতে আয়োজন করা হবে ‘বিজয় ফিস্ট’ নামের বিশেষ ভোজ।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৩ জুলাই বেলা ১১টায় ‘জুলাই চত্বর’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ১৫ ও ১৬ জুলাই আলোচনা সভা, স্মৃতিচারণা ও নাট্যোৎসব এবং ১৮ জুলাই শিক্ষক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। ২০ জুলাই বেলা সাড়ে তিনটায় শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হবে। ২৪ জুলাই বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ও শহীদ স্মৃতি সংগ্রহশালায় ‘জুলাই কর্নার’ স্থাপন করা হবে। ১ আগস্ট কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল হবে। ১ থেকে ৫ আগস্ট চলবে আলোকচিত্র প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। ২ আগস্ট হবে চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতা।

এ ছাড়া ৩ ও ৪ আগস্ট বিপ্লবকেন্দ্রিক সংগীতানুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। শেষ দিন ৫ আগস্ট অনুষ্ঠিত হবে ছাত্র-জনতার বিজয় র‍্যালি ও বিজয় ফিস্ট। একই দিনে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে স্মারক ও অ্যালবাম প্রকাশ করা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আসন্ন ৫ আগস্ট ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান বার্ষিকী’ উপলক্ষে বেশ কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছে। যেগুলো এই অভ্যুত্থানকে আরও স্মরণীয় করে রাখবে। আগামী ৫ আগস্ট শিক্ষার্থীদের জন্য ‘বিজয় ফিস্টের’ আয়োজন করা হয়েছে। ফিস্টে আবাসিক এবং অনাবাসিক সব শিক্ষার্থীর অংশগ্রহণের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদ আলোচনায় বসে সিদ্ধান্ত নেবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন