[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এই পরিস্থিতিতে নির্বাচন কিসের, কী নির্বাচন হবে: জামায়াত আমির

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি সৈয়দপুর

 শুক্রবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | ছবি: পদ্মা ট্রিবিউন

লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘এই পরিস্থিতিতে নির্বাচন কিসের? কী নির্বাচন হবে? এ জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে।’

শুক্রবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির এই মন্তব্য করেন। নির্বাচনের পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয়, তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে। এবং “যদি”র কোনো সুযোগ নেই। সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে।’

‘মব–সন্ত্রাস’ প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জামায়াত আমির শফিকুর রহমান বলেন, ‘মব সর্বকালে বাংলাদেশে ছিল। এটা ’৭২ সাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ (অব্যাহত) করছে। কিন্তু এই মব আমরা চাই না, আমরা মবের ঘোর বিরোধী। দেখবেন, এসব মবে জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক কোথাও জড়িত নেই।’

মব–সন্ত্রাস নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, ‘যাদের লোক, তাদের নিয়ন্ত্রণ করতে হবে। এরপর রাষ্ট্রের দায়িত্ব। শুধু রাষ্ট্রকে সব (দায়িত্ব) দিলে হবে না। বিভিন্ন দলের লোক যারা জড়িত আছে, ওই দলের মৌলিক দায়িত্ব নিজের কর্মীদের আগে সামাল দেওয়া। এরপরে রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে পাশাপাশি।’

মব নির্মূল করার আশ্বাস দিয়ে জামায়াত আমির বলেন, ‘বিচার একটাই হবে, বিচার কারও হাতে তুলে দেওয়া হবে না। বিচার থাকবে আদালতের হাতে ইনশা আল্লাহ।’

সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে রংপুরে দলের জনসভায় যোগ দিতে রংপুরের উদ্দেশে যাত্রা করেন জামায়াতের আমির শফিকুর রহমান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন