প্রতিনিধি নীলফামারী

এনসিপির পথসভায় দলের নেতারা। বৃহস্পতিবার নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে  | ছবি: পদ্মা ট্রিবিউন   

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে একটি নতুন সংবিধান লাগবে। আওয়ামী লীগের সংবিধান, মুজিববাদের সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে। যে সংবিধান আমাদের অধিকার রক্ষা করতে পারে না, যে সংবিধান আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই, সে সংবিধান জনগণের সংবিধান না।’

বৃহস্পতিবার বিকেলে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে এনসিপির জেলা শাখা আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা অবশ্যই নির্বাচন চাই। নির্বাচিত সরকার চাই। কিন্তু অবশ্যই গণ–অভ্যুত্থানে যারা হত্যা করেছে, সেই শেখ হাসিনার দোসরেরা বাংলাদেশের এলাকায় এলাকায় লুকিয়ে আছে। তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে এগোতে হবে।’

পথসভায় উপস্থিত ছিলেন জুলাই গণ–অভ্যুত্থানে নীলফামারীর শহীদ রুবেলের বাবা মো. রফিকুল ইসলাম। তাঁকে দেখিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এই জুলাই গণ–অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছেন, মুক্তির স্বাদ পেয়েছেন, সেই গণ–অভ্যুত্থানে তাঁর সন্তান জীবন দিয়েছে। তার জীবন দানের মধ্য দিয়ে, তার রক্ত দেওয়ার মধ্য দিয়েই আমরা একটা স্বপ্নের কথা, একটা নতুন বাংলাদেশের কথা বলতে পারছি। শহীদ রুবেল সপ্তম শ্রেণিতে পড়ত, গার্মেন্টসেও কাজ করত নিজের পড়াশোনার খরচ মেটানোর জন্য। সে খুব গরিব ঘরের সন্তান ছিল। সেই রুবেলের কোনো প্রয়োজন ছিল না রাস্তায় নামার। রুবেলের প্রয়োজন ছিল না পুলিশের বুলেটের সামনে যাওয়ার। ক্লাস সেভেনের একটা ছেলে রাস্তায় নামছিল, কেন নামছিল, আপনারা আপনাদের নিজেকে প্রশ্ন করেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। সপ্তম শ্রেণির একটা ছেলে যদি রাস্তায় নেমে পুলিশের বুলেটের সামনে, সন্ত্রাসীদের বুলেটের সামনে সাহস করে দাঁড়াতে পারে, স্বৈরাচারকে হটাতে পারে, তাহলে আপনারা আমরা যারা জীবিত আছি, তারা কি একটা নতুন বাংলাদেশ গড়তে পারব না?’

নাহিদ ইসলাম বলেন, ‘এই বাচ্চা বাচ্চা ছেলেরা, মেয়েরা শহীদ হলো, জীবন দিল, তাদের জীবন দানের বিনিময়ে হলেও আমাদের বাংলাদেশকে সুন্দর এবং স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন এনসিপির নীলফামারী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী আবদুল মজিদ। পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।