নিজস্ব প্রতিবেদক ঢাকা

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন 

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে গত বুধবার নৃশংসভাবে হত্যা, দেশে চলমান নৈরাজ্য ও বিশৃঙ্খলা এবং আইনশৃঙ্খলাব্যবস্থার চরম অবনতির নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ।

ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি তামজীদ হায়দার ও সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার আজ শনিবার এক বিবৃতিতে এই নিন্দা জানান। লাল চাঁদকে হত্যার ঘটনা উল্লেখ করে বিবৃতিতে ছাত্র ইউনিয়ন নেতারা বলেন, অত্যন্ত ভয়াবহ ও বীভৎস এই হত্যাকাণ্ডের সময় আনসার ক্যাম্পের সদস্যরা আশপাশে অবস্থান করছিলেন। কিন্তু এই সন্ত্রাস ঠেকানো দূরে থাক, কেউ সামনে এগিয়েও আসেননি।

বিবৃতিতে আরও বলা হয়, দায়িত্ব পাওয়ার পর থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী একের পর এক দায়িত্বগত ব্যর্থতা আড়াল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়াতেই অধিকতর গুরুত্ব দিচ্ছেন। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় মানুষ পেশাদারত্ব প্রত্যাশা করে।

নেতা-কর্মীদের অপরাধের দায় বিএনপি ও দলটির সহযোগী সংগঠনগুলো এড়াতে পারে না বলেও মন্তব্য করেছেন ছাত্র ইউনিয়নের নেতারা। বিবৃতিতে বলা হয়, গত ১১ মাসে বারবার অপরাধ করার পরও লোকদেখানো বহিষ্কার এবং আবার সেই অপরাধীদের পুনর্বাসনের মাধ্যমে বিএনপি চরম সাংগঠনিক ও রাজনৈতিক ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও মন্তব্য করেছে ছাত্র ইউনিয়ন। সংগঠনটি বলেছে, বিএনপি তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে।

অপরাধীদের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়ে বিবৃতিতে ছাত্র ইউনিয়ন বলেছে, সন্ত্রাস ও দখলদারির রাজনীতির বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই।