পদ্মা ট্রিবিউন ডেস্ক

নাটোর শহরের ভবানীগঞ্জ চত্বরে গতকাল মঙ্গলবার গণসমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম | ছবি: পদ্মা ট্রিবিউন 

ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখেছে। আবার বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে। এরা একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল। মুদ্রার এপিঠ-ওপিঠ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নাটোর শহরের ভবানীগঞ্জ চত্বরে এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।

রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখা। সমাবেশে জেলা জামায়াতের নায়েবে আমির নুরুল ইসলাম, হেফাজত ইসলামের নাটোর শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোর শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু জাহেদ (রাহি) উপস্থিত ছিলেন।

সমাবেশে দেশের জনগণের উদ্দেশে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপিকে তো আপনারা পরীক্ষা করেছেন। এবার ইসলামী দলগুলোকে একবার পরীক্ষা করেন। আমাদের ক্ষমতা দিয়ে দেখেন, আমরা আপনাদের জন্য কাজ করতে না পারলে আর কোনোদিন পরীক্ষা দিতে আসব না।’

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, ‘জুলাই আন্দোলনে রাজপথে ছিলাম, বুলেটের সামনে ছিলাম। তাই দেশের প্রতি দরদ আমাদের বেশি। যাঁরা বিদেশে ছিলেন, তাঁদের দরদ থাকতে পারে না, ব্যথাও লাগবে না। আমরা রাজপথে ছিলাম, কথা বলার দায়িত্ব আমাদের। যাঁরা রাস্তায় ছিলেন, কেবল তাঁরা কথা বলবেন, যাঁরা ছিলেন না, তাঁরা থাকবেন জেলখানায়। কারণ, আমরা রাস্তায় আন্দোলন না করলে আপনারা জেলখানা থেকে বের হতে পারতেন না।’

চাঁদাবাজদের হুঁশিয়ার করে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘দেশটাকে মগের মুল্লুক ভাবার সুযোগ নাই। যাঁরা শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচা করে রাখতে পারেন, তাঁরা চাঁদাবাজ-ধর্ষকদের সামনেও বুক উঁচা করে দাঁড়াবেন।’

সমাবেশ শেষে আগামী নির্বাচনে নাটোরের সংসদীয় আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তাঁরা হলেন, নাটোর-১ (লালপুর-গুরুদাসপুর) আসনে আব্দুল্লাহ হেল বাকী, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে মোহাম্মদ আলী সিদ্দিকী, নাটোর-৩ (সিংড়া) আসনে খলিলুর রহমান ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে আব্দুল আহাদ।