[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মোল্লাহাটে বিদেশি পিস্তলসহ ১১ জন আটক

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি বাগেরহাট

মোল্লাহাট টোল প্লাজার সামনে একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ ১১ জনকে আটক করে ডিবি পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন

বাগেরহাটের মোল্লাহাটে চারটি বিদেশি পিস্তল ও গুলিসহ ১১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের ভাষ্য, মাইক্রোবাসটি ঝিনাইদহের মহেশপুর থেকে খুলনার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর থেকে চারটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন- কাউসার আলী (৪৩), মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), খোকন বিশ্বাস (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), ইমদাদুল হক (৩১), জনি মিয়া (২৭), সেলিম শাহ (৩৪), মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫)। তাঁদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায়।

 মোল্লাহাটে মাইক্রোবাস তল্লাশি চালিয়ে চারটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ  | ছবি: পদ্মা ট্রিবিউন

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই। মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তারা কোনো বড় ধরনের অপরাধের পরিকল্পনায় ছিল। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’

তিনি আরও জানান, 'আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে'।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন