প্রতিনিধি নেত্রকোনা

আটক | প্রতীকী ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে নেত্রকোনার কেন্দুয়ায় এক তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সান্দিকোনা এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে।

আটক তরুণের নাম সুমন আহমেদ (১৮)। তিনি একই উপজেলার রফিকুল ইসলামের ছেলে। দুই বছর আগে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন নিজের ফেসবুকে অশালীন মন্তব্য ও ব্যঙ্গাত্মক ইমোজি জুড়ে আবু সাঈদের একটি ছবি পোস্ট করেন বলে অভিযোগ। এ খবর শুনে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে কেন্দুয়া শহরে বিক্ষোভ মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তাঁরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে রাত ৯টার দিকে নিজ বাড়ি থেকে সুমনকে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে কয়েকজনের ভাষ্য, সুমন ও তাঁর পরিবারের লোকজন কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে মুঠোফোনে বলেন, এ ঘটনায় আটক সুমনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলার প্রস্তুতি চলছে। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।