সরাসরি: আত্মসমর্পণ করবে না ইরান, চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তি মানবে না: খামেনি
প্রকাশঃ

ইরান-ইসরায়েল সংঘাত
🔴 সরাসরি
আত্মসমর্পণ করবে না ইরান, চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তি মানবে না: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফাইল ছবি: রয়টার্স
⏰১৭: ১৮, জুন ১৮
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, জোর করে চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে ইরান। দেশটি দৃঢ় থাকবে জোর করে চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও। তিনি আরও বলেন, ইরান কারও কাছে আত্মসমর্পণ করবে না।
আজ বুধবার টেলিভিশনে সম্প্রচারিত দেওয়া ভাষণে খামেনি এ কথা বলেন। দেশটির সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল-জাজিরা এ কথা জানিয়েছে।
খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কথাও উল্লেখ করে বলেন, যারা ইরান ও এর ইতিহাস জানে তারা জানে, ইরানিরা হুমকির ভাষার প্রতি ভালো সাড়া দেয় না।
আর আমেরিকানদের জানা উচিত যে, যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপ্রতিরোধ্য পরিণতি বয়ে আনবে, বলেন ইরানের সর্বোচ্চ নেতা।
ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে ইসরায়েলের হামলা: আইএইএ

⏰১৬: ৫২, জুন ১৮
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র হামলা চালিয়েছে ইসরায়েল। খবর আল-জাজিরার।
আজ বুধবার এক এক্স (সাবেক টুইটার) পোস্টে আইএইএ জানায়, ইরানি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র টিইএসএ কারাজ ও তেহরান রিসার্চ সেন্টারে হামলা হয়েছে। দুটি কেন্দ্রই একসময় আইএইএর নজরদারির আওতায় ছিল।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে, তারা ৫০ টির বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রসহ একাধিক অস্ত্র উৎপাদন কেন্দ্র।
টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলে, ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করার ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা নির্দেশনার ভিত্তিতে এই হামলা চালানো হয়।
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কথা বরাবর অস্বীকার করে এসেছে। দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে ইসরায়েলি হামলার বিষয়ে ইরানের দিক থেকে এখনো কিছু জানানো হয়নি।
এখন পর্যন্ত ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: নেতানিয়াহুর দপ্তর

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে প্রতিহত করার পর ধোঁয়ার এমন কুণ্ডলী দেখা যায়। ইসরায়েলের আশকেলোন এলাকায়। ১৮ জুন ২০২৫। ছবি: রয়টার্স
⏰১৫: ৫১, জুন ১৮
ইসরায়েল-ইরানের মধ্যে গত শুক্রবার থেকে সংঘাত চলছে। পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে ৪০০ টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এ ছাড়া ইসরায়েলে হামলার জন্য তেহরান কয়েক শ ড্রোন পাঠিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর আজ বুধবার এসব তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
নেতানিয়াহুর দপ্তরের তথ্য অনুযায়ী, ইরানি হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০০ জনের বেশি।
ইরানের হামলার জেরে ৩ হাজার ৮০০ জনের বেশি মানুষকে তাঁদের বাড়ি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর।
ইরানের ১০টি ড্রোন ভূপাতিত করার দাবি ইসরায়েলের

তেল আবিবে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ১৮ জুন ২০২৫। ছবি: এএফপি
⏰১৫: ২৩ জুন ১৭, জুন ১৮
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইরান থেকে উৎক্ষেপণ করা মোট ১০টি ড্রোন আজ বুধবার সকালে তারা ভূপাতিত করেছে।
প্রথমে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, তারা তিনটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। পরে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে আরও সাতটি ড্রোন ভূপাতিত করার কথা জানানো হয়। এসব ড্রোনের কারণে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি এলাকায় সাইরেন বেজে ওঠে। খবর আল-জাজিরার।
ইরান থেকে চীনা নাগরিকদের সরিয়ে নিচ্ছে বেইজিং

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৭০০ জনের বেশি চীনা নাগরিককে ইতিমধ্যে ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়া হয়েছে। ছবি: রয়টার্স
⏰১৪: ৫৬, জুন ১৮
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মুখে ইরান থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে চীন। খবর আল-জাজিরার।
চায়না নিউজ সার্ভিস জানিয়েছে, ইতিমধ্যে চীনা নাগরিকদের প্রথম একটি ব্যাচকে ইরান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, তেহরান থেকে চীনা নাগরিকদের স্থলসীমান্ত দিয়ে তুর্কমিনিস্তানে নিয়ে যাওয়া হয়েছে।
পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৭০০ জনের বেশি চীনা নাগরিককে ইতিমধ্যে ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়া হয়েছে। আরও ১ হাজারের বেশি চীনা নাগরিককে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।
ইরানের ভেতরে ‘শত্রুপক্ষের’ ড্রোন তৈরির কারখানা শনাক্ত: ইরানি পুলিশ

ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
⏰১৪: ০৮, জুন ১৮
ইরানের অভ্যন্তরে বিভিন্ন প্রদেশে ‘শত্রুপক্ষের’ ড্রোন তৈরির কারখানা এবং ড্রোন বহনকারী যানবাহন শনাক্তের কথা নিশ্চিত করেছেন দেশটির পুলিশের মুখপাত্র সাঈদ মন্তাজেরোলমাহদি।
পুলিশের এই মুখপাত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে ইরানের লেবার নিউজ এজেন্সি। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের ১৪টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে ইরানের পুলিশ। খবর আল জাজিরার।
তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের হামলা: ইরানি সংবাদমাধ্যম
⏰১৩: ৪৬, জুন ১৮
ইরানের রাজধানী তেহরানের পূর্ব উপকণ্ঠে অবস্থিত ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি সংবাদমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তেহরানের এই বিশ্ববিদ্যালয়টির সঙ্গে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোরের (আইআরজিসি) সম্পৃক্ততা রয়েছে বলে ধরা হয়। খবর বিবিসির।
ইসরায়েলের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: এএফপি
⏰১৩: ৩৩, জুন ১৮
তেহরান টাইমসের খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান ইরানের রাজধানীর কাছে ভূপাতিত করা হয়েছে।
রাজধানী তেহরান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ইরানের ভারামিন শহরের গভর্নর হোসেইন আব্বাসি আজ বুধবার সকালে এই তথ্য জানিয়েছেন।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, গভর্নর হোসেইন আব্বাসি বলেছেন, দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের এই সর্বাধুনিক যুদ্ধবিমানটি ভূপাতিত করে।
গত শুক্রবার ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এরপর থেকে এ নিয়ে ইসরায়েলের মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান।
এফ-৩৫ যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান। এটি রাডারে সহজে ধরা পড়ে না। এর একাধিক সংস্করণ রয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এটি ব্যবহার করে।
ইসরায়েলি হামলায় ইরানে এ পর্যন্ত নিহত ৫৮৫: অধিকার সংগঠনের তথ্য
ইসরায়েলি হামলার পর ইরানের রাজধানী তেহরানে আগুন জ্বলছে। আকাশ ছেয়ে গেছে কালো ধোঁয়ার কুণ্ডলীতে। ১৭ জুন ২০২৫। ছবি: রয়টার্স
⏰১৩: ১৪, জুন ১৮
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক অধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস বলছে, ইরানজুড়ে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৮৫ জন নিহত নিহত হয়েছেন। আহত ১ হাজার ৩২৬ জন। খবর আল-জাজিরার।
সংগঠনটি বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে ২৩৯ জন বেসামরিক নাগরিক এবং ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে তারা শনাক্ত করতে পেরেছে।
ইসরায়েলি হামলায় হতাহতের বিষয়ে সর্বশেষ গত সোমবার তথ্য জানিয়েছে ইরান সরকার। দেশটির সরকারি হিসাবে, নিহতের সংখ্যা ২২৪। আর আহত হয়েছেন ১ হাজার ২৭৭ জন মানুষ। খবর আল-জাজিরার।
চলমান সংঘাতে ইরান সরকার নিয়মিত হতাহতের তথ্য প্রকাশ করছে না। সবশেষ সরকারি তথ্য প্রকাশ করা হয়েছিল গত সোমবার। সেই তথ্য অনুসারে, ২২৪ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১ হাজার ২৭৭ জন মানুষ।
ইসরায়েলি বিমানঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা, দাবি ইরানি সংবাদমাধ্যমের
ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র। ১৮ জুন ২০২৫। ছবি: রয়টার্স
⏰১১: ১৪, জুন ১৮
ইরান থেকে আজ বুধবার ভোরের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি এলাকায় আঘাত হানে। ক্ষেপণাস্ত্র হামলার পর এলাকাটিতে আগুন জ্বলতে দেখা গেছে। ইরানের ফারস নিউজ এজেন্সির খবরে বলা হয়, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল ইসরায়েলের মেরন বিমানঘাঁটি। এটি ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত।
তবে ইসরায়েলের এই বিমানঘাঁটিতে আসলেই ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
যুদ্ধকালীন সময়ে ইসরায়েলে সামরিক ‘সেন্সরশিপ’ চলমান রয়েছে। বিশেষ করে সংবেদনশীল সামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটলে, সে বিষয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের অনুমতি দেওয়া হয় না। খবর আল-জাজিরার।
যুদ্ধবিমান দিয়ে ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের
ইসরায়েলের একটি যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
⏰১১: ১৪, জুন ১৮
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ৫০ টির বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রসহ একাধিক অস্ত্র উৎপাদন কেন্দ্র। খবর আল-জাজিরার।
টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলে, সুনির্দিষ্ট গোয়েন্দা নির্দেশনার ভিত্তিতে এই হামলা চালানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করার ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কথা বরাবর অস্বীকার করে এসেছে।
ইসরায়েলে তিন দিন যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ, নিরাপত্তা আশঙ্কায় সতর্কতা জারি

জেরুজালেমে মার্কিন দূতাবাসের ফটক। ফাইল ছবি: রয়টার্স
⏰১০: ৫৩, জুন ১৮
ইসরায়েলের জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত তিনদিন বন্ধ থাকবে। একই সঙ্গে দেশটির রাজধানী তেল আবিবে মার্কিন দূতাবাসের কনস্যুলার সেবাও এ সময়ে বন্ধ রাখা হবে।
ইসরায়েলে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ও ইরানের মধ্য সংঘাত চলমান থাকার পরিপ্রেক্ষিতে তিন দিনের জন্য দূতাবাস বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে দূতাবাসের কর্মীদের এবং তাঁদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, ইসরায়েল ছেড়ে যেতে ‘বেসরকারি মার্কিন নাগরিকদের’ সহায়তা করার বিষয়ে এ মুহূর্তে তাদের কোনো ঘোষণা নেই।
এদিকে দূতাবাসের বিবৃতি অনুযায়ী, ইসরায়েলের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দরগুলো এখন বন্ধ আছে।
ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক আজ: বিবিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ফাইল ছবি: রয়টার্স
⏰১০: ২২ , জুন ১৮
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ বুধবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বৈঠক হবে। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউসে এই বৈঠক হওয়ার কথা। খবর বিবিসির।
সাক্ষাৎকালে ট্রাম্প ও মুনির একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। তবে পুরো বৈঠকে গণমাধ্যমের কাউকে উপস্থিত থাকতে দেওয়া হবে না।
জেনারেল মুনির ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ট্রাম্পের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ আগে থেকেই নির্ধারিত ছিল। তাঁদের মধ্যে এমন এক সময়ে সাক্ষাৎ হচ্ছে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। ক্রমবর্ধমান উত্তেজনা অঞ্চলটির অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রয়েছে।
ইরানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জেনারেল মুনির গত মে মাসের শেষ দিকে ইরানের সশস্ত্র বাহিনীর তৎকালীন প্রধান মোহাম্মদ হোসেইন বাঘেইরির সঙ্গে দেখা করেছিলেন। গত ১৩ জুন ইসরায়েলি বিমান হামলায় বাঘেইরি নিহত হন।
ইরান–ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ুক, চায় না ৬০% মার্কিন: জরিপ
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ফাইল ছবি: রয়টার্স
⏰০৯: ৪৫, জুন ১৮
ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান হামলা, পাল্টা–হামলায় যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা চালাতে পারে।
তবে প্রায় ৬০ শতাংশ মার্কিন নাগরিক চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জড়িয়ে পড়ার বিপক্ষে। গবেষণা প্রতিষ্ঠান ইউগভের এক জরিপে মার্কিনদের এমন অবস্থানের কথা উঠে এসেছে। খবর আল-জাজিরার।
জরিপের ফলাফলে দেখা গেছে, মাত্র ১৬ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, তাঁরা ইরানে মার্কিন বাহিনীর হামলার পক্ষে। আর ২৪ শতাংশ বলেছেন, তাঁরা এখনো বিষয়টি নিয়ে স্থির কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।
এদিকে জরিপে অংশ নেওয়া অর্ধেক মার্কিনের মতে, ইরান যুক্তরাষ্ট্রের শত্রু। আর ২৫ শতাংশ বলেছেন, দুই দেশের সম্পর্ক ‘অবন্ধুসুলভ’।
ইসরায়েলকে নিশানা করে ফাত্তাহ-১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: আইআরজিসি

২০২৩ সালে তেহরানে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়। ফাইল ছবি: রয়টার্স
⏰০৯: ১৫, জুন ১৮
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলছে, তারা গত রাতে ইসরায়েলের দিকে ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-১ নিক্ষেপ করেছে। বিবিসি এ খবর দিয়েছে।
২০২৪ সালের ১ অক্টোবর ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল, তখনো তারা বেশ কয়েকটি ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে চলমান সংঘাতে ইরান সম্ভবত এই প্রথম ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করল।
২০২৩ সালে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন।
আইআরজিসি এই ক্ষেপণাস্ত্রকে ‘ইসরায়েল বিধ্বংসী’ বলে উল্লেখ করেছে। এটি উন্মোচনের সময় ইরানের রাজধানী তেহরানে একটি বিশাল ব্যানার টাঙানো হয়েছিল, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল: ‘৪০০ সেকেন্ডে তেল আবিবে।’
আইআরজিসি ফাত্তাহ ক্ষেপণাস্ত্রকে ‘হাইপারসনিক’ হিসেবে দাবি করলেও সামরিক বিশ্লেষকেরা এর প্রকৃত হাইপারসনিক সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
অতি উচ্চগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অনেক সময় বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাড়া দেওয়ার আগেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে পারে।
অতি উচ্চগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে এমন গতিতে আঘাত হানতে পারে যে, বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে পারে না। এমনকি সাড়া দেওয়ার আগেই তা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এ ধরনের ক্ষেপণাস্ত্র মাঝপথে দিকও পরিবর্তন করতে পারে।
তেহরানের কাছের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র নিশানা করে ইসরায়েলের হামলা
তেহরানে ইসরায়েলি হামলার পর ধোয়ার কুণ্ডলী উড়ছে। ১৭ জুন ২০২৫। ছবি: এএফপি
⏰০৮: ৩২, জুন ১৮
ইরানের রাজধানী তেহরানের কাছে অবস্থিত খোজির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রকে নিশানা করে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইরানি সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই কেন্দ্রটিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-সম্পর্কিত অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। গত বছরের অক্টোবরেও এটি ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু ছিল।
যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়াল দিল মার্কিন বোমারু বিমান

আকাশে মার্কিন যুদ্ধবিমান এফ–৩৫। ছবি: ইন্সটাগ্রাম থেকে নেওয়া
⏰০৭: ০৯ , জুন ১৮
ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সামরিকভাবে অংশ নিতে পারে বলে গুঞ্জন চলছে। এর মধ্যেই যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় একটি ঘাঁটি ত্যাগ করেছে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান
একজন শৌখিন আলোকচিত্রীর তোলা ছবিতে দেখা যায়, রয়্যাল এয়ার ফোর্স লেকেনহিথ ঘাঁটি থেকে কিছু এফ-৩৫ যুদ্ধবিমান উড়াল দিচ্ছে। এর মধ্যে আকাশে জ্বালানি সরবরাহকারী একটি ট্যাংকার বিমানও ছিল।
এই তৎপরতাকে ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অংশগ্রহণের আভাস হিসেবে দেখা হচ্ছে।
ইরান কখনো আপস করবে না: আয়াতুল্লাহ আলি খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ফাইল ছবি: রয়টার্স
⏰০৬: ৩৫ , জুন ১৮
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ‘ইরান কখনোই জায়নবাদীদের (ইসরায়েল) সঙ্গে আপস করবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একাধিক পোস্টে তিনি এ মন্তব্য করেন বলে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে।
এক পোস্ট খামেনি লিখেছেন, ‘আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না।’ আরেক পোস্টে তিনি লেখেন, ‘যুদ্ধ শুরু হলো।’
এই মন্তব্যগুলো তাঁর একাধিক ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে নিয়ে মন্তব্য করার পর এটি ছিল তাঁর প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় আছেন। কিন্তু ‘এই মুহূর্তে’ তাঁকে হত্যা করবে না।
এর আগে চলতি সপ্তাহেই খবর প্রকাশিত হয়, ইসরায়েলের খামেনিকে হত্যার প্রস্তাবে ভেটো দিয়েছেন ট্রাম্প।
ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে: আইডিএফ

ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেল আবিব, ইসরায়েল, ১৮ জুন। ছবি: এএফপি
⏰০৪: ৩১, জুন ১৮
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তারা এ কথা জানায়।
আইডিএফ বলেছে, হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইসরায়েলি নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর কিছুক্ষণ আগেই ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানায়, তেহরানের আকাশসীমায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একটি ‘সন্ত্রাসী’ দলকে আটক করেছে ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম
⏰০৪: ১১ , জুন ১৮
ইরানের নিরাপত্তা বাহিনী ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একটি ‘সন্ত্রাসী’ দলকে আটক করেছে। তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহরে ইরানি নিরাপত্তা বাহিনী ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একটি ‘সন্ত্রাসী’ দলকে আটক করেছে, যাদের কাছ থেকে বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।
ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান: রেভল্যুশনারি গার্ড
⏰০৩: ৩৮ , জুন ১৮
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাগুলো বিশেষভাবে ইসরায়েলের সেসব বিমানঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে, যেখান থেকে ইরানের ভূখণ্ডে হামলা চালানো হয়েছিল।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলের বিরুদ্ধে আমাদের হামলা নিরবচ্ছিন্ন, জটিল, বহুস্তরবিশিষ্ট এবং ধাপে ধাপে চলতে থাকবে… আমরা সেই বিমানঘাঁটিগুলোকে লক্ষ্য করেছি, যেখান থেকে ইহুদিরা ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছিল।’
এর আগে ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছিল, ইরান মঙ্গলবার দশম ধাপে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে।
ইরানে ‘অবৈধ হামলা’ বন্ধের দাবি রাশিয়ার
⏰০৩: ০৫, জুন ১৮
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ‘অবৈধ হামলা’ বন্ধের আহ্বান জানিয়েছে। পশ্চিমা দেশগুলো বর্তমান সংকটাপন্ন পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে দেশটি। খবর সিএনএনের।
বিবৃতিতে বলা হয়, ‘ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের ধারাবাহিক ও তীব্র হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ। এসব হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে এবং বিশ্বকে এমন এক পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, যার প্রভাব ইসরায়েলসহ পুরো বিশ্বেই পড়বে।’
রাশিয়া আরও বলেছে, ‘আমরা ইসরায়েলি নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি— আইএইএর তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোর ওপর তাৎক্ষণিকভাবে এ হামলা বন্ধ করুন।’
বিবৃতিতে কিছু পশ্চিমা দেশ ‘সুযোগসন্ধানী আচরণ’ করছে বলে অভিযোগ করা হয়। তবে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি।
ইসরায়েলের সঙ্গে ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
⏰০২: ৪১, জুন ১৮
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন। বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।
সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ফোরদোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোও হামলার লক্ষ্য হতে পারে বলে জানিয়েছে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র।
সূত্রগুলো বলছে, এই বিষয় নিয়ে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা এ ব্যাপারে এখনো পূর্ণ ঐকমত্যে পৌঁছাতে পারেননি।
ইরানে ১২ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার দাবি ইসরায়েলের

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার ইরানের শাহরান তেল ডিপো থেকে ধোয়ার কুণ্ডলী উড়ছে। তেহরান, ইরান, ১৭ জুন। ছবি: রয়টার্স
⏰০২: ২৪, জুন ১৮
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের অভ্যন্তরে একাধিক সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালিয়েছে।
এক সেনাবাহিনী বলেছে, ‘আজ ১২টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণ স্থাপনায় হামলা চালানো হয়েছে।’
এর আগে তেহরানে এক হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল আলি শাদমানি নিহত হয়েছেন বলেও দাবি করে ইসরায়েল।
তেহরানের পশ্চিমাঞ্চলে বিস্ফোরণের শব্দ
⏰০০: ০২, জুন ১৮
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, রাজধানী তেহরানে ‘অবিরত ও তীব্র’ বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
বিস্ফোরণগুলো মূলত পশ্চিম তেহরান এলাকায় হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আল–জাজিরা
যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি কোথায়, কিন্তু এখনই ‘হত্যা’ নয়: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ফাইল ছবি: রয়টার্স
⏰২৩: ৩২ , জুন ১৮
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না, অন্তত এখনই (হত্যা) নয়।’
আল–জাজিরার খবরে হয়েছে, মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে ইরানকে ঘিরে কয়েকটি পোস্ট করেছেন। এর একটিতে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ঠিক কোথায় লুকিয়ে আছেন।
ট্রাম্প লিখেছেন,‘তিনি (খামেনি) সহজ লক্ষ্যবস্তু, তবে যে জায়গায় আছেন, নিরাপদ আছেন। আমরা তাঁকে ‘অপসারণ’ (হত্যা!) করব না। অন্তত এখনই না।’ তিনি আরও বলেন, ‘কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিকদের ওপর বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক।’ এরপর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প যোগ করেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।’
একটি অন্য পোস্টে ট্রাম্প ইংরেজ বড় অক্ষরে লেখেন, ‘UNCONDITIONAL SURRENDER!” (নিঃশর্ত আত্মসমর্পণ!)। ইরানকে সম্পূর্ণভাবে পিছু হটার আহ্বান জানিয়ে ট্রাম্পের করা আগের মন্তব্যের প্রতিধ্বনি এটা।
ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আমরা ইরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
⏰২২: ২০ , জুন ১৮
যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়ানোর ঘোষণা না দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা এখন ইরানের আকাশ পুরোপুরি এবং সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছি।’
ট্রাম্পের এই বক্তব্যে ‘আমরা’ বলতে কাকে বোঝানো হয়েছে, তা স্পষ্ট নয়।
আল-জাজিরার খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের কাছে আকাশ নজরদারির ভালো প্রযুক্তি ও প্রচুর প্রতিরক্ষা সরঞ্জাম ছিল, কিন্তু সেগুলো আমেরিকান তৈরি “জিনিসপত্রের” সঙ্গে তুলনীয় নয়। ভালোভাবে কেউ কিছু করলে সেটা করে আমেরিকা—পুরোনো দিনের সেই আমেরিকা।’
ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে আরও পদক্ষেপ নিতে পারেন ট্রাম্প: ভাইস-প্রেসিডেন্ট ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফাইল ছবি: রয়টার্স
⏰২২: ০৬ , জুন ১৮
ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও পদক্ষেপ নিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জেডি ভ্যান্স বলেন, ইরান নাগরিক প্রয়োজনে ব্যবহারে জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা উদ্বেগজনক। তাঁর ভাষায়, এই সমৃদ্ধকরণ বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প আরও কিছু করার সিদ্ধান্ত নিতে পারেন।
সূত্র: আল জাজিরা
শেষ দফায় ইসরায়েল লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ক্রইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গত শনিবারের ছবি। ছবি: রয়টার্স
⏰২১: ৪০ , জুন ১৮
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, সর্বশেষ দফার হামলায় ইরানি বাহিনী ইসরায়েলের দিকে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
আজ মঙ্গলবার ইরান দফায়–দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, সংঘাত শুরুর প্রথম দিকের তুলনায় গত দুই দিনে একসঙ্গে কমসংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। শুরুর দিকে প্রতিটি দফায় ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছিল।
ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ফাইল ছবি: রয়টার্স
⏰২০: ৫৩ , জুন ১৮
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন।
আল–জাজিরার খবর বলা হয়, নিয়মিত ব্রিফিংয়ে পেসকভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে প্রয়োজনে রাশিয়া মধ্যস্থতা করতে প্রস্তুত।
তবে পেসকভ বলেন, ‘বর্তমানে আমরা অন্তত ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের মধ্যস্থতা গ্রহণ বা শান্তিপূর্ণ সমাধানের পথে যাওয়ার আগ্রহ দেখছি না।’
ইরান রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হলেও, রাশিয়া বহু বছর ধরেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছে। ইসরায়েলকে দূরে ঠেলে না দেওয়ার কৌশল অবলম্বন করছে মস্কো।
মস্কোর স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের সহকারী অধ্যাপক নিকোলাই সুরকভ আল জাজিরাকে বলেন, রাশিয়া একটি অত্যন্ত জটিল ভারসাম্যের খেলা খেলছে। দেশটি আন্তরিকভাবেই একটা রাজনৈতিক সমাধান চায়।
ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং কাজাখস্তানের রাজধানী আস্তানায় দ্বিতীয় চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেন। কাজাখস্তান, ১৭ জুন ২০২৫। ছবি: এএফপি
⏰১৯: ৪৩, জুন ১৭
ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত শুরুর পর এই প্রথমবার মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ‘হঠাৎ উত্তেজনা বৃদ্ধি’ পাওয়ায় চীন ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র চীন।
চীনের প্রেসিডেন্ট বলেন, চীন ‘অন্য কোনো দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী যেকোনো কর্মকাণ্ডের’ বিরোধিতা করে। তিনি আরও বলেন, সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয়। আঞ্চলিক উত্তেজনা বাড়ানো আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত স্বার্থে নয়।
কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট এ কথা বলেন। তিনি সেখানে দ্বিতীয় চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন।
চীনের প্রেসিডেন্ট আরও বলেন, সব পক্ষকে যত দ্রুত সম্ভব এই সংঘাত প্রশমনে কাজ করতে হবে। চীন শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ‘গঠনমূলক ভূমিকা রাখতে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত’।
ইরানের পশ্চিমাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল
⏰২০: ০৯, জুন ১৭
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে তারা ইরানের পশ্চিমাঞ্চলে একযোগে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।
আল–জাজিরার খবরে এ কথা জানিয়ে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আর কিছু জানা যায়নি।
খামেনির পরিণতি হতে পারে সাদ্দাম হোসেনের মতো, হুমকি ইসরায়েলের

ইসরায়েল কাৎজ। ফাইল ছবি: এএফপি
⏰১৯: ০৫, জুন ১৭
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এ কথা জানায়। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন জোট হামলা চালিয়ে ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে উৎখাত করে। ২০০৬ সালে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমি ইরানের স্বৈরশাসককে সতর্ক করছি, যেন তিনি যুদ্ধাপরাধ করা এবং ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ করেন।’
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইরানের প্রতিবেশী এক দেশের স্বৈরশাসক ইসরায়েলের বিরুদ্ধে একই পথ বেছে নিয়েছিল, খামেনি তাঁর (সাদ্দাম হোসেন) পরিণতি মনে রাখলেই ভালো করবেন।’
যুদ্ধবিরতির চেয়ে দ্বন্দ্বের ‘সত্যিকারের অবসান’ ভালো: ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডায় জি ৭ সম্মেলনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের ফেরার পথে উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ১৭ জুন ২০২৫। ছবি: এএফপি
⏰১৭: ৫৪, জুন ১৭
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের ‘সত্যিকারের অবসান’ চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি সংঘাতের ‘সত্যিকারের অবসান’ চান—যা অস্ত্রবিরতির চেয়েও কার্যকর। তবে তিনি এটিও স্বীকার করেছেন যে আলোচনার প্রচেষ্টা পুরোপুরি পরিত্যাগ করাও একটি বিকল্প হতে পারে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘একটা শেষ। সত্যিকারের শেষ। কোনো যুদ্ধবিরতি নয়। একদম শেষ করে দেওয়া। কিংবা পুরোপুরি ছেড়ে দেওয়া—তাও ঠিক।’ তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বোঝা যাবে ইসরায়েল হামলার গতি কমাবে নাকি বাড়াবে। ট্রাম্প বলেন, ‘আপনারা দেখতে পাবেন। এখন পর্যন্ত কেউ থামেনি।’
আজ মঙ্গলবার ট্রাম্প ‘সিচুয়েশন রুমে’ জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন।
যুক্তরাষ্ট্র যদি সামরিকভাবে সংঘাতে জড়ায়, তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস নিশ্চিত হবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,‘আমি আশা করি তার আগেই তাদের কর্মসূচি ধ্বংস হয়ে যাবে। ইরানকে পারমাণবিক অস্ত্র অধিকারী হতে দেওয়া হবে না।’
তেহরান থেকে লোকজন সরানোর আহ্বান প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি কোনো নির্দিষ্ট হুমকির কারণে নয়, বরং পরিস্থিতি বিবেচনায় মানুষের নিরাপত্তার জন্যই। তিনি বলেন, ‘আমি শুধু চাই মানুষ নিরাপদে থাকুক… যেকোনো কিছু ঘটতে পারে। তাই নিরাপদ থাকাই ভালো।’
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনা বা সম্পদ নিয়ে উদ্বেগ আছে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, যদি ইরান তাদের স্পর্শ করে, তাহলে যুক্তরাষ্ট্র এত জোরে পাল্টা জবাবা দেবে যে… আমি মনে করি ওরা জানে, আমাদের সেনাদের স্পর্শ করা যাবে না।”
এ সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও স্টিভ উইটকফকে ইরানের সঙ্গে বৈঠকে পাঠানোর খবর সম্পর্কে ট্রাম্প বলেন, ‘হতে পারে। হতে পারে। আমি দেশে ফিরে কী অবস্থা পাই, তার ওপর নির্ভর করছে।’
ইসরায়েলি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে হামলা: আইআরজিসি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর হার্জলিয়ার একটি ভবন থেকে আগুন ও ধোয়ার কুণ্ডলী উড়ছে। ১৭ জুন ২০২৫। ছবি: এএফপি
⏰১৬: ১৫, জুন ১৭
ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি বলেছে, তারা ইসরায়েলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রে হামলা চালিয়েছে।
ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করেছে আইআরজিসি।
এর আগে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছিল, ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর হার্জলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। উপকূলীয় শহরটিতে অবস্থিত একটি ‘স্পর্শকাতর’ স্থান নিশানা করা এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
‘স্পর্শকাতর’ স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত স্থানের ইঙ্গিত দেয়। খবর আল–জাজিরার।
তেহরানের বাসিন্দাদের সরে যেতে বলার বিষয়ে ট্রাম্প বললেন, ‘আমি চাই মানুষ নিরাপদে থাকুক’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
⏰১৬: ০৩, জুন ১৭
তেহরানের বাসিন্দাদের সরে যেতে বলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি শুধু চাই, মানুষ নিরাপদে থাকুক।’
ইসরায়েলের জন্য কিছু করতে পারেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে আমরা মোটামুটি ভালো করছি। মনে রাখবেন, ইরান পরমাণু অস্ত্র পেতে পারে না।’
ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন ইরানিদের অবিলম্বে তেহরান খালি করতে হবে। সিএনএন জানায়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে। তবে এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি।
ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্স বা উইটকফকে পাঠাতে পারেন ট্রাম্প: সিবিএসের সাংবাদিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি-৭ সম্মেলনে অংশ নিয়ে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ফিরছেন। ১৬ জুন। ছবি: এএফপি
⏰১৪: ৫৬, জুন ১৭
ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বা মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফকে পাঠানোর কথা ভাবছেন।
সিবিএস নিউজের এক সাংবাদিক এমনটাই জানিয়েছেন। এই সাংবাদিক ট্রাম্পের সঙ্গে একই উড়োজাহাজে (এয়ার ফোর্স ওয়ান) করে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ফিরছেন। জি-৭ সম্মেলনে অংশ নিতে কানাডায় গিয়েছিলেন ট্রাম্প।
সিবিএস নিউজের এই সাংবাদিক জানিয়েছেন, ভ্যান্স বা উইটকফকে পাঠানো হবে কি না, তা নির্ভর করছে ওয়াশিংটনে ফিরে তিনি কী পরিস্থিতি দেখতে পান তার ওপর।
সিবিএস নিউজের এই সাংবাদিক এক্স (সাবেক টুইটার) লিখেছেন, ট্রাম্প আরও বলেছেন, তিনি চান ইরান যেন পুরোপুরি পারমাণবিক অস্ত্র ত্যাগ করে। তিনি তেহরানের সঙ্গে পারমাণবিক সংকটের সত্যিকারের চূড়ান্ত সমাধান চান। খবর আল-জাজিরার।
ইস্পাহানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

ইসরায়েলের হার্জলিয়া এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ধারকাজ চলছে। ১৭ জুন। ছবি: রয়টার্স
⏰১৪: ৪৮ , জুন ১৭
ইরানের মধ্যাঞ্চলের ইস্পাহান শহরে আজ মঙ্গলবার সকালে একটি তল্লাশিচৌকিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। ইরানের সংবাদ সংস্থা মেহের-এর বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।
তাসনিম ও আইএসএনএ সংবাদ সংস্থাও নিহতদের খবর জানিয়েছে, তবে তারা বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি।
আল জাজিরা বলেছে, ইরানে ইসরায়েলের চলমান হামলায় ইরানে ২২৮ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ৭০ জন নারী ও শিশু।
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: কঠোর শাস্তি দেবে ইরান

তেহরানে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়ার আগে এক ইরানি পুলিশ সদস্য ও ফাঁসিতে ব্যবহৃত দঁড়ির ছায়া দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
⏰১৪: ৩১, জুন ১৭
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি ও ভাড়াটে কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ। খবর আল জাজিরার
বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর আধা-সরকারি মেহের সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘গত কয়েক দিনে যাঁদের গুপ্তচরবৃত্তিতে জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা দায়ের করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই তাঁদের ঘৃণ্য কর্মকাণ্ডের যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে।’
এর আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিজান অনলাইনের খবরে বলা হয়, গত সোমবার এমনই একজনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। তাঁর বিরুদ্ধে ‘ইরানের শত্রুদের’ কাছে গোপন ও সংবেদনশীল তথ্য পাচার করার অভিযোগ ছিল।
ইরানের হামলার সতর্কতার পর পশ্চিম জেরুজালেম ও তেল আবিবে বিকট বিস্ফোরণ

তেল আবিবের কাছে হার্জলিয়া এলাকায় একটি ভবনে ইরানের হামলার পর ধোঁয়ার কুণ্ডলী। ১৭ জুন। ছবি: এএফপি
⏰১৩: ৪৭, জুন ১৭
উড়ে আসছে ইরানের ক্ষেপণাস্ত্র— ইসরায়েলের সেনাবাহিনীর এমন সতর্কতা জারির পরপর তেল আবিব ও পশ্চিম জেরুজালেমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর আল জাজিরার।
ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের বিমানবাহিনী হুমকি মোকাবিলায় প্রয়োজন বুঝে আক্রমণ প্রতিহত করছে এবং আক্রমণ চালাচ্ছে।
ওই বিবৃতি প্রকাশের প্রায় ২০ মিনিট পর সেনাবাহিনী আরেকটি বিবৃতি প্রকাশ করে বলেছে, দেশের বিভিন্ন অঞ্চলে মানুষজনকে নিরাপদ আশ্রয়স্থল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব স্থানে ক্ষেপণাস্ত্র পড়ে থাকার খবর পাওয়া গেছে, সেসব এলাকায় উদ্ধারকারী দল তল্লাশি ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
তেল আবিব এলাকায় ক্ষেপণাস্ত্র ও গোলা পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।
দেশটির অগ্নিনির্বাপণ বাহিনী বলেছে, তেল আবিবের কাছের দান জেলায় প্রাথমিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ তাঁরা বেশ কয়েকটি ফোন পান। ফোনে গুশ দান এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা ও অগ্নিকাণ্ডের কথা বলা হয়। অগ্নিনির্বাপণ বাহিনী ঘটনাস্থলের দিকে গেছে।
গত রাতে ইরান ১০টির কম ক্ষেপণাস্ত্র ছুড়েছে, দাবি ইসরায়েলের

ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। হাইফা, ইসরায়েল, ১৬ জুন ২০২৫। ছবি: এএফপি
⏰১৩: ০৭, জুন ১৭
ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত রাতে ইরান থেকে ১০টির কম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো তিন দফায় ছোড়া হয়। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলীয় এলাকা। সময় ছিল দিবাগত রাত ১২টা, সাড়ে ৩টা ও ভোররাত সাড়ে ৪টা।
প্রতিবেদনে আরও বলা হয়, গত রাতে ইসরায়েলের শহুরে এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইসরায়েলের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আগের তিন রাতে ইসরায়েলে বহু ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কৌশলগত স্থাপনায় আঘাত হানে। ইসরায়েলে ইরানের হামলায় এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এখন ইসরায়েল দাবি করছে, গত রাতে ইরানের হামলা উল্লেখযোগ্য সংখ্যায় কম ছিল। খবর আল-জাজিরার।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চলে বাসে আগুন

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আজ মঙ্গলবার ইসরায়েলের মধ্যাঞ্চলের হার্জলিয়া শহরে আঘাত হেনেছে। ১৭ জুন ২০২৫। ছবি: এএফপি
⏰১৩: ০০, জুন ১৭
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত চারটি স্থানে আঘাত হেনেছে। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলের হার্জলিয়া শহরের একটি আটতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া উপকূলীয় শহরটিতে একটি ফাঁকা বাসে আগুন ধরে গেছে। ইসরায়েলের ওয়াইনেট নিউজ আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে।
ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে ওয়াইনেট নিউজ জানিয়েছে, ইরানের সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আল-জাজিরার।
ইসরায়েলি হামলায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের নিহত কর্মী বেড়ে ৩

ইসরায়েলের বোমা হামলার পর ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবির ভবন থেকে উড়ছে ধোঁয়ার কুণ্ডলী। গতকাল তেহরানে। ছবি: ভিডিও থেকে
⏰১২: ৫৮, জুন ১৭
ইসরায়েলের হামলায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির মোট তিন কর্মী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার আইআরআইবি এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল–জাজিরার।
ইসরায়েলি বাহিনী গতকাল সোমবার ইরানের রাজধানী তেহরানে অবস্থিত আইআরআইবির সদর দপ্তরে হামলা চালায়।
ইরানি সংবাদমাধ্যমে আগে জানানো হয়েছিল, এই হামলায় আইআরআইবির দুই কর্মী নিহত হয়েছেন। এখন তিন কর্মী নিহত হওয়ার তথ্য জানানো হলো।
আজ সোমবার টিভি চ্যানেল জানায়, হামলায় তিন কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
নিহত তিনজনের মধ্যে দুজনের নাম-পরিচয় প্রকাশ করেছে ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ। তাঁরা হলেন—নিমা রেজবপুর ও মাসুমেহ আজিমি। রেজবপুর ছিলেন আইআরআইবির বার্তা সম্পাদক। আর আজিমি ছিলেন আইআরআইবির সচিবালয় শাখার একজন কর্মী।
হামলার জেরে আইআরআইবির সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল। পরে অবশ্য সম্প্রচার আবার শুরু হয়।
হামলার আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছিলেন, ইরানি প্রচারণা ও উসকানির মুখপাত্র ধ্বংসের পথে রয়েছে।
আইআরজিসির শীর্ষ কমান্ডার, ‘খামেনির ঘনিষ্ঠজনকে’ হত্যার দাবি ইসরায়েলের

ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ছবি: এএফপি
⏰১২: ৪৩, জুন ১৭
ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)– এর খাতাম আল–আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খাতাম আল–আনিবিয়া আইআরজিসির নির্মাণ ও প্রকৌশল শাখা। খবর আল জাজিরার
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সাদমানি ইরানের ‘ সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার’ এবং সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম ঘনিষ্ঠজন।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
গত শুক্রবার খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের তৎকালীন প্রধান গোলাম আলী রাশিদকে হত্যা করার পর সাদমানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
যুদ্ধবিরতির জন্য আগেভাগে জি–৭ সম্মেলন ছেড়ে আসেননি ট্রাম্প, একহাত নিলেন মাখোঁকে

জি–৭ সম্মেলন ছেড়ে আসার পর এয়ার ফোর্স ওয়ানে উঠে বিদায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৬ জুন। ছবি: এএফপি
⏰১২: ২০, জুন ১৭
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ করার জন্য তিনি আগেভাগে জি–৭ সম্মেলন ছেড়েছেন, এমন খবর ঠিক নয়।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর উদ্দেশে ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ফ্রান্সের জনসমর্থন পেতে মরিয়া প্রেসিডেন্ট মাখোঁ ভুলবশত বলেছেন যে, আমি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ করতে কানাডায় অনুষ্ঠিত জি–৭ সম্মেলন ছেড়ে ওয়াশিংটনে ফিরে যাচ্ছি। ভুল! তিনি জানেনই না আমি এখন কেন ওয়াশিংটনের পথে, তবে এটা নিশ্চয়ই কোনো যুদ্ধবিরতির কারণে নয়।”
ট্রাম্প আরও বলেন, তাঁর ফেরা, ‘এর চেয়েও অনেক বড় কোনো বিষয়’ নিয়ে। তিনি আরও বলেন, ‘অপেক্ষায় থাকুন!’
এর আগে ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘সবার এখনই তেহরান খালি করা উচিত!’
ইসরায়েলি হামলায় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের দুই কর্মী নিহত

ইসরায়েলি হামলার জেরে গতকাল সোমবার আইআরআইবির সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল। ১৬ জুন ২০২৫। ছবি: এএফপি
⏰১১: ৫২ , জুন ১৭
ইসরায়েলের হামলায় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির দুই কর্মী নিহত হয়েছেন। তাঁরা হলেন নিমা রেজবপুর ও মাসুমেহ আজিমি। ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ এই তথ্য জানিয়েছে।
সংবাদ সংস্থাটি জানায়, রেজবপুর ছিলেন আইআরআইবির বার্তা সম্পাদক। আর আজিমি ছিলেন আইআরআইবির সচিবালয় শাখার একজন কর্মী।
ইসরায়েলি বাহিনী গতকাল সোমবার ইরানের রাজধানী তেহরানে অবস্থিত আইআরআইবির সদর দপ্তরে হামলা চালায়।
ইরানি সংবাদমাধ্যমে আগে জানানো হয়েছিল, এই হামলায় আইআরআইবির অন্তত একজন কর্মী নিহত হয়েছেন। এখন দুজন কর্মী নিহত হওয়ার তথ্য জানানো হলো।
হামলার জেরে আইআরআইবির সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়। পরে অবশ্য সম্প্রচার আবার শুরু হয়।
হামলার আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছিলেন, ইরানি প্রচারণা ও উসকানির মুখপাত্র ধ্বংসের পথে রয়েছে।
ট্রাম্পের পথ ধরলেন রুবিও, জি-৭ সম্মেলন ছাড়লেন আগেভাগেই

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফাইল ছবি: রয়টার্স
⏰১০: ৫৪ , জুন ১৭
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জি-৭ সম্মেলন ছেড়ে আগেভাগে ওয়াশিংটন ফিরছেন। গতকাল সোমবার রাতে সিবিএস নিউজের প্রতিবেদনের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এর আগে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছিল, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আগেভাগেই জি-৭ সম্মেলন ত্যাগ করতে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল ও এর আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের মধ্যে সংঘাত তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বাড়ছে।
বিশ্বের শক্তিশালী অর্থনীতির সাত দেশের জোট জি-৭ এর এবারের সম্মেলনটি হচ্ছে কানাডায়।
মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান সংঘাতের কারণে কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলন থেকে একদিন আগেই ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের সঙ্গে যুদ্ধের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন মার্কিন কংগ্রেস সদস্য

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ডেমোক্র্যাট আইনপ্রণেতা রো খান্না। ছবি: রয়টার্স
⏰১০: ৩৭, জুন ১৭
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ডেমোক্র্যাট দলীয় মার্কিন কংগ্রেস সদস্য রো খান্না। এর মধ্যে দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর ব্যাপারে সতর্কতা জানানো আইনপ্রণেতার তালিকায় যুক্ত হলেন তিনিও। আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ক্যালিফোর্নিয়ার ১৭তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের সদস্য রো খান্না সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, ইসরায়েল-ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত হওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার প্রস্তাবে সমর্থন দেবেন তিনি।
এর আগে রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি জানিয়েছেন, তিনি মঙ্গলবার (আজ) ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ নামে একটি প্রস্তাব কংগ্রেসে উত্থাপন করবেন।
ইতিমধ্যে, ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ এবং স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্সসহ আরও কয়েকজন আইনপ্রণেতা ইরান–ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার বিরোধিতা করেছেন।
ইরানের আকাশসীমা দুপুর পর্যন্ত বন্ধ থাকবে : আইআরএনএ

ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে ইসরায়েলের হামলার পর ধোঁয়ার কুণ্ডলী। গত শুক্রবারের ছবি। ছবি: রয়টার্স
⏰০৯: ৩৬, জুন ১৭
ইরানের আকাশসীমা স্থানীয় সময় বেলা দুইটা পর্যন্ত বন্ধ থাকবে। দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ খবর জানিয়েছে। খবর আল জাজিরার।
আইআরএনএ আরও বলেছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া আকাশসীমা বন্ধ থাকবে। কর্তৃপক্ষ নাগরিকদের বিমানবন্দরে না যেতে আহ্বান জানিয়েছে। এর বদলে সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশনের ওয়েবসাইট থেকে তথ্য জানতে বলা হয়েছে।
ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ
⏰০৮: ৪৪, জুন ১৭
ইরান ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার কথা জানিয়েছে। খবর বিবিসির।
আইডিএফ বলছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে জরুরি সতর্ক সংকেত হিসেবে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।
আল জাজিরার খবর বলছে, বন্দর নগরী হাইফাতেও সাইরেন বাজতে শোনা গেছে। হাইফায় চারদিনে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইরান। এতে তিনজন নিহত হয়েছে। হাইফার তেল পরিশোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে জি-৭ সম্মেলন থেকে আগেভাগেই ফিরছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
⏰০৬: ৩১
মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান সংঘাতের কারণে কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলন থেকে একদিন আগেই ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প জি-৭ সম্মেলনে একটি চমৎকার দিন কাটিয়েছেন। যুক্তরাজ্য এবং দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিতেও সই করেছেন। অনেক অগ্রগতি হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে প্রেসিডেন্ট ট্রাম্প আজ রাতেই রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নৈশভোজ শেষে রওনা হবেন।’
ইসরায়েলি হামলায় ইরানি সম্প্রচারকর্মী নিহত
⏰০৬: ১৩, জুন ১৭
ইসরায়েলি বিমান হামলা ইরানের এক সম্প্রচারকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)।
সিএনএনের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিহতের নাম মাসৌমে আজিমি। তবে তিনি ঠিক কোন হামলায় নিহত হয়েছেন, তা স্পষ্ট করেনি আইআরআইবি।
ইরানের রাজধানী তেহরানে সোমবার একটি রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইএনএনের স্টুডিওতে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার সময় নিহত মাসৌমে সেখানে ছিলেন কি না, তাও নিশ্চিত নয়।
অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
⏰০৫: ৫৯ , জুন ১৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন।
সিএনএন জানায়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে। তবে এই হুঁশিয়ারির পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি। ট্রাম্পের এই হঠাৎ হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ওই পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান আমার প্রস্তাবিত চুক্তি মেনে নিলে আজকের প্রাণহানি এড়ানো যেত। এটা দুঃখজনক ও অনর্থক প্রাণহানি। পরিষ্কার করে বলছি—ইরান পারমাণবিক অস্ত্র গ্রহণ করতে পারে না। আমি বারবার এটা বলেছি!’
এদিকে গত শুক্রবার থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েল ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
ইরানের নেতা খামেনিকে হত্যা করলে সংঘাত শেষ হবে: নেতানিয়াহু

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ফাইল ছবি: রয়টার্স
⏰০২: ৩৩ , জুন ১৭
ইসরায়েলে নবম দফায় হামলা শুরু করেছে ইরান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিসহ দেশটির একাধিক গণমাধ্যমের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের এক মুখপাত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ হামলা ভোর পর্যন্ত চলবে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া নতুন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। দেশের বিভিন্ন স্থানে সতর্ক সংকেত (সাইরেন) বেজে উঠেছে। নাগরিকদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে।
ইসরায়েলে ইরানের হামলায় গত শুক্রবার থেকে সোমবার দুপুর পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
ইরানের নেতা খামেনিকে হত্যা করলে সংঘাত শেষ হবে: নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি: এএফপি
⏰০১: ১৪, জুন ১৭
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না, বরং শেষ হবে।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা বলেন। সাক্ষাৎকারে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, খামেনিকে লক্ষ্যবস্তু করার চিন্তা আছে কি না। জবাবে নেতানিয়াহু বলেন, ‘আমরা যা প্রয়োজন, তাই করছি।’
নেতানিয়াহু বলেন, ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যজুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে। ইরান ‘চিরস্থায়ী যুদ্ধ’ চায় এবং ইসরায়েলে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে। ইসরায়েল এই আগ্রাসন ঠেকাচ্ছে এবং এটা ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে।
যুদ্ধের বিস্তৃতি চায় না ইরান, তবে ইসরায়েলের পাল্টা জবাব দেবে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ফাইল ছবি: রয়টার্স
⏰০০: ১৬, জুন ১৭
ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরিধি বাড়াতে চায় না ইরান। তবে কোনো আক্রমণের সমানমাত্রায় পাল্টা জবাব দেবে।
সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এ কথা বলেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে সিএনএন এ কথা জানিয়েছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি। কিন্তু প্রতিটি আক্রমণের জবাব সমানভাবে দেওয়া হবে। ইসরায়েলের আগ্রাসনে ইরানে বেসামরিক মানুষ, বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা প্রসঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, এই আলোচনা এ অঞ্চলের বিভিন্ন দেশে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হওয়ার ওপর নির্ভর করছে।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তুরস্ক উত্তেজনা প্রশমনে এবং পারমাণবিক আলোচনায় ফেরার ক্ষেত্রে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে প্রস্তুত।
ইরান থেকে আবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, সাইরেন বাজছে: ইসরায়েল
⏰২৩: ০৪ , জুন ১৬
ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দেশের ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু এলাকায় সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি বাহিনীর বিবৃতির বরাত দিয়ে আল-জাজিরা জানায়, হামলার সতর্কতা জারি করা হয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে। সাধারণ জনগণকে আশ্রয়কেন্দ্রে চলে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলা হয়েছে।
আরও দেরি হওয়ার আগেই আলোচনায় আসা উচিত ইরানের: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
⏰২২: ২৮ , জুন ১৬
ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে ইরানকে এখনই আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি বলব, ইরান এই যুদ্ধে জিতছে না... তাই দেরি হওয়ার আগেই তাদের কথা বলা উচিত।’
আজ সোমবার জি-৭ সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে বৈঠকের শুরুতে ট্রাম্প এ কথা বলেন।
ইসরায়েলের তেল আবিবের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলল ইরানের বিপ্লবী গার্ড
⏰২১: ৩৭ , জুন ১৬
ইসরায়েলের তেল আবিব শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে।’ আল-জাজিরার খবরে এ কথা বলা হয়।
এর আগে ইরানের রাজধানী তেহরানের একটি বড় এলাকার বাসিন্দাদের ‘অবিলম্বে সরে যেতে’ সতর্ক করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বিবিসি জানায় আইডিএফের মুখপাত্র আভিচাই আদরায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে বলেন, ‘আগামী ঘণ্টাগুলোতে আমরা তেহরানের এই এলাকায় অভিযান চালাব, যেমন আগের দিনগুলোতেও রাজধানীর বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে।’ তিনি জানান, ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হবে।
ইসরায়েলি হামলার পর পুনরায় সম্প্রচার শুরু করল ইরানের রাষ্ট্রীয় টিভি

সরাসরি সম্প্রচার চলছে। এ সময় ইরানের রাষ্ট্রীয় টেভিশনে হামলা চালায় ইসরায়েল। (প্রথম ছবি); ইসরায়েলি হামলার পর আসন ছেড়ে উঠছেন প্রেজেন্টার (দ্বিতীয় ছবি); আসন ছেড়ে উঠে চলে যাচ্ছেন প্রেজেন্টার (তৃতীয় ছবি); হামলার পর ধোঁয়া–ধুলায় আচ্ছন্ন সরাসরি সম্প্রচারের কক্ষ (চতুর্থ ছবি)। ইরান, ১৬ জুন ২০২৫। ছবি: এএফপি
⏰২২: ০৯ , জুন ১৬
ইসরায়েলের হামলায় কিছুক্ষণের জন্য সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের। তবে পুনরায় সম্প্রচার শুরু হয়েছে। রাজধানী তেহরানে ইসলামি প্রজাতন্ত্র সম্প্রচার সংস্থার (আইআরআইবি) ভবনে ওই হামলা চালানোর পর সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল রাষ্ট্রীয় টেলিভিশনের।
এএফপি জানায়, আইআরআইবির জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান আবেদিনি বলেন, ইরানের জনগণের শত্রু জায়নিস্ট শাসক কয়েক মিনিট আগে ইসলামি প্রজাতন্ত্রের সংবাদ নেটওয়ার্কের ওপর হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, এই (ইসরায়েল) শাসনব্যবস্থা জানে না, একটি সামরিক হামলা চালিয়ে ইসলামি বিপ্লবের কণ্ঠ ও মহান ইরানের কণ্ঠস্বর স্তব্ধ করা যায় না।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলার কথা স্বীকার করেছেন।
ইসরায়েলের তেল আবিবের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলল ইরানের বিপ্লবী গার্ড
⏰২১: ৩৭ , জুন ১৬
ইসরায়েলের তেল আবিব শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে।’ আল-জাজিরার খবরে এ কথা বলা হয়।
এর আগে ইরানের রাজধানী তেহরানের একটি বড় এলাকার বাসিন্দাদের ‘অবিলম্বে সরে যেতে’ সতর্ক করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বিবিসি জানায় আইডিএফের মুখপাত্র আভিচাই আদরায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে বলেন, ‘আগামী ঘণ্টাগুলোতে আমরা তেহরানের এই এলাকায় অভিযান চালাব, যেমন আগের দিনগুলোতেও রাজধানীর বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে।’ তিনি জানান, ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলা
⏰২১:২১ , জুন ১৬
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। কিছুক্ষণ আগে এই হামলা হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা। রাষ্ট্রীয় টেলিভিশনে সংক্ষেপে প্রচারিত ঘোষণায় বলা হয়েছে, ‘রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বর্তমানে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু।’
হামলার বিস্তারিত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এই হামলার কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ‘অদৃশ্য হতে যাচ্ছে’ বলে হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
কাৎজের বিবৃতির বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, ইরানের প্রচারণা ও উসকানির মেগাফোন ‘অদৃশ্য হতে যাচ্ছে’।
হামলার বিস্তারিত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এই হামলার কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ‘অদৃশ্য হতে যাচ্ছে’ বলে হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
কাৎজের বিবৃতির বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, ইরানের প্রচারণা ও উসকানির মেগাফোন ‘অদৃশ্য হতে যাচ্ছে’।
ইরানের রাষ্ট্রীয় টিভি ও রেডিও ‘অদৃশ্য হতে যাচ্ছে’, হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। ফাইল ছবি: রয়টার্স
⏰২১: ০৭ , জুন ১৬
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ‘অদৃশ্য হতে যাচ্ছে’ বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের সদর দপ্তর সংলগ্ন এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এরপর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ওই হুমকি দিলেন।
কাৎজের বিবৃতির বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, ইরানের প্রচারণা ও উসকানির মেগাফোন ‘অদৃশ্য হতে যাচ্ছে’। তেহরানের ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।
ইরানের হাসপাতালে ইসরায়েলি হামলা

ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে ইসরায়েলের হামলার পর ধোঁয়ার কুণ্ডলী। গত শুক্রবারের ছবি। রয়টার্স
⏰২০: ৩২ , জুন ১৬
ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হাসপাতালটির একাংশের ছাদ ধসে পড়েছে। এতে কয়েকজন রোগী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে।
ইরানের ফারস ও তাসনিম সংবাদ সংস্থার প্রকাশিত একাধিক ভিডিওর বরাত দিয়ে সিএনএন বলেছে, হামলায় কেরমানশাহে ফারাবি হাসপাতালের একটি অংশের ছাদ ধসে পড়েছে। এ ছাড়াও বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভিডিওচিত্র যাচাই করেছে সিএনএন।
তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, বাঘাই বলেন, হাসপাতাল ও আবাসিক এলাকায় হামলা চালানো আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন ও যুদ্ধাপরাধ। ইতিহাস বিচার করবে; এই (ইসরায়েল) শাসনের মিত্র ও পক্ষ অবলম্বনকারীদের জন্য চিরস্থায়ী লজ্জা অপেক্ষা করছে।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সিএনএনকে জানায়, তারা ইরানে কোনো হাসপাতালের ওপর হামলার বিষয়ে অবগত নয়।
তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙা কাচ ও ছাদ ধসে এই ইউনিটের রোগীরা আহত হয়েছেন।
তেহরানের একটি বড় এলাকার বাসিন্দাদের ‘অবিলম্বে’ সরে যেতে বলল ইসরায়েলি বাহিনী
⏰২০: ০৩ , জুন ১৬
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তেহরানের একটি বিস্তৃত এলাকার মানুষকে ‘অবিলম্বে এলাকা ছেড়ে যেতে’ সতর্ক করে দিয়েছে। বিবিসি জানায় আইডিএফের মুখপাত্র আভিচাই আদরায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে বলেন, ‘আগামী ঘণ্টাগুলোতে আমরা তেহরানের এই এলাকায় অভিযান চালাব—যেমন আগের দিনগুলোতেও রাজধানীর বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে।’তিনি জানান, ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হবে।
পোস্টের সঙ্গে একটি মানচিত্র যুক্ত করে ইসরায়েল জানায়, তেহরানের তৃতীয় জেলায় বসবাসকারীদের এলাকা ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সতর্কবার্তায় আরও বলা হয়, ‘আপনার এই এলাকায় অবস্থান আপনার জীবনের জন্য হুমকি।’
তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে ব্যাপক বিস্ফোরণ
⏰১৯: ৫৩ , জুন ১৬
ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল-জাজিরা জানায়, ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েল হামলা চালিয়েছে।
এ ছাড়া তেহরানের পূর্বাঞ্চলেও বিস্ফোরণের খবর প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী তেহরানের কিছু অংশে হামলার হুমকি দিয়েছিল। এরপরই এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
তেহরানের আকাশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, দাবি নেতানিয়াহুর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি: এএফপি
⏰১৯: ২০ , জুন ১৬
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তেহরানের আকাশ বর্তমানে ইসরায়েলি বিমানবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
বিবিসির খবরে বলা হয়, আজ সোমবার তেল নফ বিমানঘাঁটিতে দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলি বিমানবাহিনী তেহরানের আকাশ নিয়ন্ত্রণ করছে। আমরা শুধু শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছি—ইরানের অপরাধী সরকার যেমন বেসামরিকদের লক্ষ্য করে (হামলা চালায়), আমরা তা করি না।’
নেতানিয়াহু আরও বলেন, ‘আমরা তেহরানের বাসিন্দাদের বলছি: “সরে যান”—এবং আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছি।’
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একা, পাশে কেউ নেই: চ্যাথাম হাউস বিশ্লেষক

ইরানের পতাকা। ফাইল ছবি: রয়টার্স
⏰১৯: ১৩, জুন ১৬
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান এককভাবেই লড়ছে বলে মন্তব্য করেছেন লন্ডনভিত্তিক চ্যাথাম হাউস থিংক ট্যাঙ্কের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক লিনা খাতিব। তিনি বলেন, ‘ইরান এখন একাই লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের পাশে কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক মিত্র নেই।’
আল–জাজিরার খবরে বলা হয়, খাতিবের মতে, রাশিয়া ইরানকে সামরিকভাবে সাহায্য করবে না। তিনি বলেন, গত বছর ইসরায়েল রাশিয়া-সরবরাহকৃত আকাশ প্রতিরক্ষা ধ্বংস করলেও মস্কো কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি ইরানের ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সরানো হলেও রাশিয়া সক্রিয় ছিল না।
খাতিব আরও বলেন, রাশিয়ার সমর্থন হয়তো কিছু জোরালো বিবৃতি পর্যন্তই সীমিত থাকবে এবং তারা বরং মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের তুলে ধরতে চাইবে।
ইরানের সঙ্গে সব সীমান্ত বন্ধ করল পাকিস্তান, তবে বাণিজ্যে নিষেধাজ্ঞা নেই

ইরান ও পাকিস্তানের পতাকা। ছবি: তেহরানে পাকিস্তান দূতাবাসের ফেসবুক পেজ থেকে নেওয়া
⏰১৮: ২৫, জুন ১৬
পাকিস্তান ইরানের সঙ্গে তাদের সব সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আল -জাজিরার খবরে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি এএফপিকে বলেন, চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গাদার—এই পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাকিস্তানের এই পাঁচ জেলার সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে।
চাগাই জেলার সীমান্ত কর্মকর্তা আতাউল মুনিম বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ বন্ধ থাকবে। তবে বাণিজ্যিক কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন তিনি। ইরান থেকে পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার সুযোগও থাকছে। আতাউল মুনিম বলেন, ‘আজ প্রায় ২০০ জন পাকিস্তানি শিক্ষার্থী ফেরার কথা রয়েছে।’
পুতিন-এরদোয়ান ফোনালাপ, সংঘাত বন্ধে কূটনীতিতে জোর

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান (বাঁয়ে) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি: এএফপি
⏰১৮: ০৩, জুন ১৬
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে ফোনালাপ হয়েছে। ফোনালাপে তাঁরা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে তুরস্ক।
আল-জাজিরার খবরে বলা হয়, দুই নেতার বৈঠকের পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ইরান-ইসরায়েল বিরোধ অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং এই সংকটে কূটনীতিকে গুরুত্ব দিতে হবে—এ বিষয়ে উভয় নেতা একমত হয়েছেন। এরদোয়ান বলেছেন, সংকট নিরসনের একমাত্র পথ হলো ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা।
এদিকে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, বৈঠকরে পর আলাদাভাবে দেওয়া ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, পুতিন ও এরদোয়ান ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ‘বলপ্রয়োগের’ নিন্দা জানিয়েছেন।
ক্রেমলিন আরও জানিয়েছে, ইরান-ইসরায়েল সংঘাতের ক্রমবর্ধমান উত্তেজনা এবং এতে বিপুল প্রাণহানিতে দুই নেতা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই সংকট পুরু অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি বিপদ ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
দুই নেতা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচিসহ সব বিবাদ শুধুই রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে।
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
⏰১৭: ৩৮, জুন ১৬
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, ইরানের কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৩ সালে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম এসমাইল ফেকরি। অর্থের বিনিময়ে মোসাদকে গোপন তথ্য সরবরাহের চেষ্টা করেছিলেন তিনি।
গুপ্তচরবৃত্তির ঘটনায় সম্প্রতি এটা তৃতীয় মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।
গত শুক্রবার থেকে চালানো অভিযানে ইরানে আরও কয়েকজন সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই বলেছেন, চলমান সংঘাতের প্রেক্ষাপটে যেসব ব্যক্তি ইসরায়েলের সহযোগী হিসেবে সন্দেহভাজন, তাদের বিচার দ্রুত সম্পন্ন করা উচিত।
এদিকে, ইসরায়েল জানিয়েছে, ইরানের গোয়েন্দাদের পক্ষে কাজ করার সন্দেহে গত রোববার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত সপ্তাহে গুপ্তচরবৃত্তির অভিযোগে তেল আবিবে ১৩ বছর বয়সী এক কিশোরকেও আটক করা হয়।
ইরান এ পর্যন্ত প্রায় ৩৫০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে, একেকবারে ছুড়েছে ৩০–৬০টি ক্ষেপণাস্ত্র: ইসরায়েল

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধারকাজ করছেন জরুরি পরিষেবার কর্মীরা। ১৬ জুন, ইসরায়েলের তেল আবিবে। ছবি: রয়টার্স
⏰১৭: ২২, জুন ১৬
ইরান এ পর্যন্ত প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড। তারা জানিয়েছে, এই নিহতদের বেশির ভাগই আশ্রয়কেন্দ্রে ছিলেন না।
আল-জাজিরার খবরে বলা হয়, ইসরায়েল দাবি করেছে, গত কয়েক দিনে ইরান প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানের একেকবারের হামলায় ছিল ৩০ থেকে ৬০টি ক্ষেপণাস্ত্র।
অন্যদিকে, ইরান জানিয়েছে, তারা এখন পর্যন্ত প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় চালানো ইসরায়েলি হামলার জবাবে আরও প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান।
সুর পাল্টালেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ফাইল ছবি: রয়টার্স
⏰১৬: ৪৬, জুন ১৬
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, তেহরানের সাধারণ মানুষের ক্ষতি করার কোনো ইচ্ছা ইসরায়েলের নেই। এই বক্তব্যের মাধ্যমে তিনি আগের দেওয়া হুমকিসংক্রান্ত বক্তব্য থেকে সরে এলেন।
আল-জাজিরা জানায়, আজ সোমবার এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ইসরায়েল কাৎজ বলেন, ‘আমি সুস্পষ্টভাবে জানাতে চাই, আমরা তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে ক্ষতি করতে চাই না; যেমন ওই খুনি স্বৈরশাসক (ইরান সরকার) ইসরায়েলের নাগরিকদের ক্ষতি করে।’
যদিও কাৎজ এর আগে বলেছিলেন, ‘তেহরানের জনগণকে স্বৈরাচারের মূল্য দিতে হবে এবং রাজধানীর যেসব এলাকায় সরকার ও নিরাপত্তা অবকাঠামো রয়েছে, সেসব এলাকা থেকে সরে যেতে হবে।’ হুঁশিয়ারি দিয়ে কাৎজ বলেছিলেন, ইরানের প্রাণঘাতী পাল্টা হামলার জবাবে তেহরানের মানুষকে ‘মূল্য দিতে হবে—আর তা খুব শিগগিরই।’
ইরানের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ৮, এ পর্যন্ত ২৪ জন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের সামনে জড়ো হয়েছেন উদ্ধারকর্মীরা ১৬ জুন, ইসরায়েলের তেল আবিবে। ছবি: রয়টার্স
⏰১৬: ২৬, জুন ১৬
ইসরায়েলের ভূখণ্ডে রোববার দিবাগত রাতে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আটজন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর ও বিভিন্ন সংবাদমাধ্যম। বলা হয়েছে, রাতভর তেল আবিব ও হাইফাসহ বিভিন্ন ইসরায়েলি শহরে হামলা চালিয়েছে ইরান।
ইসরায়েলি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আহত অবস্থায় প্রায় ৩০০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসরায়েল ও ইরানের মধ্যে গত শুক্রবার হামলা, পাল্টা হামলার শুরু থেকে এ পর্যন্ত (বাংলাদেশ সময় আজ সোমবার দুপুর) ইসরায়েলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল রোববার জানিয়েছে, গত শুক্রবারের পর থেকে ইরান জুড়ে ইসরায়েলের হামলায় মোট ২২৪ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।
ইরানের এক তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। ছবি: আইডিএফের এক্স পোস্ট থেকে
⏰১৬: ১৬, জুন ১৬
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। চার দিনের হামলায় ইরানের মোট ক্ষেপণাস্ত্র লঞ্চারের এক তৃতীয়াংশ ধ্বংস করেছে বলে দাবি করেছে আইডিএফ।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, শুধু গত রাতেই ইসরায়েলি বিমানবাহিনী ২০টির বেশি লঞ্চার ধ্বংস করেছে। তা নাহলে মাত্র কয়েক মিনিট পর এই লঞ্চারগুলো দিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ত ইরান।
ডেফরিন আরও জানান, ইসরায়েল ইরানের মধ্যাঞ্চলের ইস্পাহান শহরে প্রায় ১০০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। প্রায় ৫০টি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্রের গুদাম, লঞ্চার ও কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালায়।
যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে বলল ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের জাতীয় পতাকা। ফাইল ছবি: রয়টার্স
⏰১৫: ২৯, জুন ১৬
যুক্তরাষ্ট্রকে ইরানের ভূখণ্ডে একের পর এক ইসরায়েলি হামলার সমালোচনা করতে বলেছে তেহরান। পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখতে চাইলে যুক্তরাষ্ট্রকে এটা করতে হবে বলেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাই আজ সোমবার এ কথা বলেছেন। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পারমাণবিক ইস্যুতে গতকালের পূর্বনির্ধারিত কূটনৈতিক আলোচনা স্থগিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইসমাঈল বাকাই আজ এ মন্তব্য করলেন।
বর্তমান পরিস্থিতিতে আলোচনাকে ‘অর্থহীন’ উল্লেখ করে মুখপাত্র ইসমাঈল বাকাই বলেন, আলোচনা অব্যাহত রাখতে চাইলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইসরায়েলি হামলার সমালোচনা করতে হবে।
তিনি জানান, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যাওয়ার জন্য ইরানের পার্লামেন্টে একটি বিল উত্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এনপিটি চুক্তি থেকে বেরিয়ে যেতে পার্লামেন্টে বিল তুলবে ইরান

এনপিটি থেকে বেরিয়ে যেতে ইরানের পার্লামেন্টে বিল উত্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স
⏰১৪: ৫৯, জুন ১৬
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যেতে চায় ইরান। এ জন্য দেশটি পার্লামেন্টে একটি বিল উত্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাই আজ সোমবার এ কথা বলেছেন। খবর আল–জাজিরার।
মুখপাত্র আরও জানান, তেহরান গণবিধ্বংসী অস্ত্র তৈরির বিপক্ষে।
বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের জন্য জাতিসংঘের উদ্যোগে ১৯৬৮ সালে সই করা হয়েছে এনপিটি। এখন পর্যন্ত ১৯১টি দেশ এ চুক্তিতে সই করেছে। পাঁচ বছর পরপর দেশগুলো চুক্তিটি পর্যবেক্ষণ করে।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নররা জরুরি বৈঠকে বসছেন

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। ছবি: রয়টার্স
⏰১৪: ১৭, জুন ১৬
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নরস। আজ সোমবার আইএইএর সদর দপ্তরে এ বৈঠক হওয়ার কথা। খবর বিবিসির।
রাশিয়া, চীন ও ভেনেজুয়েলের সহায়তায় এবং ইরানের অনুরোধের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে আইএইএ।
ইরান শুরুতে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্রস্তাব উত্থাপন করতে চেয়েছিল। তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে, ওই প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পাওয়ার সম্ভাবনা ছিল না। ফলে, ইরান এখন সাধারণ বিবৃতি দেওয়ার দিকে নজর দিয়েছে। ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে এই বিবৃতি দেওয়া হবে।
ইরান বলেছে, আইএইএ–র বোর্ড অফ গভর্নরদের অবশ্যই ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে। তবে এই পরিস্থিতিতে এ ধরনের নিন্দা জানানোর সম্ভাবনা কম।
এই বৈঠকে ইরান ও ইসরায়েলের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির পথ সুগম হবে কিনা তার কোনো স্পষ্ট আভাস পাওয়া যায়নি।
ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন চায় না ইসরায়েল: ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। ফাইল ছবি: রয়টার্স
⏰১৩: ৪৩ , জুন ১৬
ইসরায়েল সরকার ইরানে বিদ্যমান শাসনব্যবস্থা পরিবর্তন করতে চায়—এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, খামেনি (ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা) কি ইসরায়েলি সামরিক আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তু? জবাবে গিদিয়ন সার বলেন, ইরানের নেতৃত্বকে উৎখাত করার লক্ষ্য তাঁর সরকারের নেই।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, ইরানি নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের কাছেও উপস্থাপন করেছে দেশটি। তবে ইসরায়েলের ওই প্রস্তাব নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফাইল ছবি: রয়টার্স
⏰১৩: ৩৪, জুন ১৬
চারদিন ধরে ইরান জুড়ে ইসরায়েলের চলমান হামলার প্রসঙ্গে পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা ইরানের নেই। দেশটির সরকারি সংবাদমাধ্যম ইরনা এ খবর দিয়েছে।
মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘শত্রুরা মারধর, হত্যা, হামলার মধ্য দিয়ে আমাদের এবং আমাদের জাতিকে শেষ করতে পারবে না। কেননা, একজন বীরের হাত থেকে পতাকা পড়ে গেলে, আরও শত শত বীর তা তুলে নেবেন। তাঁরা এই কাপুরুষদের নিষ্ঠুরতা, অবিচার, অপরাধ আর বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।’
ইরানিরা ‘আগ্রাসনকারী’ নন মন্তব্য করে মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, ‘আমাদের ওপর যে আগ্রাসন শুরু হয়েছে তাঁর বিরুদ্ধে ইরানের জনগণের হাতে হাত ধরে শক্তভাবে দাঁড়াতে হবে।’
পারমাণবিক কর্মসূচি নিয়ে তাঁর সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে বলেও জানান ইরানের প্রেসিডেন্ট।
ইরানে আরও দুই মোসাদ সদস্যকে গ্রেপ্তার ও সামরিক সরঞ্জাম উদ্ধারের দাবি

মোসাদ
⏰১২: ৩৭ , জুন ১৬
ইরান পুলিশ জানিয়েছে, তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বৈদেশিক শাখা মোসাদের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। খবর ইরনার।
ইরানের ইসলামি প্রজাতন্ত্রের পুলিশ কমান্ডের মুখপাত্র সাইদ মনতাজের আল-মাহদি জানান, পুলিশ তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুয়েহ এলাকা থেকে এই দুই মোসাদ সদস্যকে গ্রেপ্তার করেছে।
ইরানি পুলিশ জানায়, এই দুজনের কাছ থেকে ২০০ কেজির বেশি বিস্ফোরক, ড্রোন চালানোর ২৩টি সরঞ্জাম, লঞ্চার এবং আরও অনেক সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ছাড়া একটি নিসান পিকআপ ট্রাকও জব্দ করা হয়েছে।
১৩ জুন রাতে ইসরায়েলি বাহিনী বিনা উসকানিতে ইরানের অভ্যন্তরে, এমনকি আবাসিক ভবনেও হামলা চালায়। এর পর থেকে মোসাদ সদস্যরা ইরানের ভেতরে নাশকতামূলক তৎপরতা চালানোর চেষ্টা করছেন। ছোট ছোট ড্রোনে বিস্ফোরক বসিয়ে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে।
এর আগে গতকাল রোববার দিনের শুরু দিকে তেহরান প্রদেশের পাশের আলবোরজ প্রদেশের সাভোজবোলাঘ এলাকা থেকে আরও দুই মোসাদ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ইসরায়েলের এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। তারা তেল আবিব, জেরুজালেম, হাইফাসহ আরও কিছু স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর কারণে ওই অঞ্চলগুলোয় জীবনযাপন প্রায় অচল হয়ে পড়েছে। ইসরায়েলিরা দিনের পর দিন বাংকারে অবস্থান করছেন।
তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন দূতাবাসে ক্ষয়ক্ষতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন থেকে আহত এক নারীকে বের করে আনছেন উদ্ধারকর্মীরা। ১৬ জুন, ইসরায়েলের মধ্যাঞ্চলে। ছবি: রয়টার্স
⏰১২:১০, জুন ১৬
ইসরায়েলের তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন।
পোস্টে রাষ্ট্রদূত হাকাবি লেখেন, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে আঘাত হেনেছে। এতে দূতাবাস ভবনে সামান্য ক্ষতি হয়েছে।
রাষ্ট্রদূত আরও জানান, এ ঘটনায় মার্কিন কর্মীদের কেউ হতাহত হননি। আজ সোমবার জেরুজালেম আর তেল আবিবে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ থাকবে। খবর আল–জাজিরার।
Our @usembassyjlm US Embassy in Israel & Consulate will officially remain closed today as shelter in place still in effect. Some minor damage from concussions of Iranian missile hits near Embassy Branch in @TelAviv but no injuries to US personnel.
— Ambassador Mike Huckabee (@GovMikeHuckabee) June 16, 2025
চারদিনের পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলে নিহত ২০, ইরানে ২২৪ জন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ভবন ও গাড়ি। ১৬ জুন, ইসরায়েলের তেল আবিবের পূর্বে বেনে ব্রাক শহরে। ছবি: এএফপি
⏰১২: ১০, জুন ১৬
ইসরায়েলের ভূখণ্ডে ইরানের হামলায় রোববার দিবাগত রাতে পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে গত শুক্রবার হামলা, পাল্টা হামলা শুরুর থেকে এ পর্যন্ত (সোমবার সকাল) ইসরায়েলের মোট নিহতের সংখ্যা অন্তত ২০ জনে পৌঁছেছে। এ তথ্য দেশটির জাতীয় জরুরি পরিষেবার।
এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল রোববার জানিয়েছে, গত শুক্রবারের পর থেকে ইরান জুড়ে ইসরায়েলের হামলায় মোট ২২৪ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।
তেহরানে কুদস ফোর্সের সদর দপ্তরে হামলার কথা জানাল ইসরায়েলি সেনাবাহিনী
⏰১১: ২৮
ইরানের রাজধানী তেহরানে কুদস ফোর্সের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে এ কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর আল জাজিরার।
ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ‘বিদেশি শাখা’ ধরা হয় এই কুদস ফোর্সকে। লেবানন থেকে ইরাক, ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যে মিত্র মিলিশিয়াদের ওপর কুদস ফোর্সের ব্যাপক প্রভাব রয়েছে।
তেহরানে কুদস ফোর্সের সদর দপ্তরে ইসরায়েলি হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।
ইসরায়েলের হামলার মুখে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নাকচ করল ইরান

তেল আবিবের রাতের আকাশে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ছবি: এএফপি
⏰১১: ১৭, জুন ১৬
ইসরায়েলের হামলার মুখে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নাকচ করল ইরান মধ্যস্থতাকারী দুই দেশ কাতার ও ওমানকে ইরান জানিয়েছে, ইসরায়েলের হামলার মুখে তেহরান এখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় রাজি নয়।
সংশ্লিষ্ট যোগাযোগ সম্পর্কে অবগত এক কর্মকর্তা গতকাল রোববার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানান সংশ্লিষ্ট যোগাযোগ সম্পর্কে অবগত এক কর্মকর্তা। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এর জেরে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বেড়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে উল্লিখিত কর্মকর্তা বলেছেন, কাতার ও ওমানের মধ্যস্থতাকারীদের ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েলের হামলার জবাব পুরোপুরি না দেওয়া পর্যন্ত তারা কোনো ধরনের আন্তরিক আলোচনায় যাবে না।
ইরানের হামলায় হাইফায় দুজন আহত, নিখোঁজ ৩, জ্বলছে বিদ্যুৎকেন্দ্র: আল জাজিরা

ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফা থেকে আগুন জ্বলতে দেখা যায়। ১৬ জুন। ছবি: এএফপি
⏰১০: ০৪, জুন ১৬
ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় আজ সোমবার ইরানের নতুন হামলায় দুজন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও তিনজন। ইসরায়েলের সংবাদমাধ্যম কানের বরাতে এ তথ্য দিয়েছে আল–জাজিরা।
এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, হাইফা বন্দরের নিকটবর্তী বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন জ্বলতে দেখা গেছে। তারা ইসরায়েলি বাহিনীর হামলা প্রতিহত করার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করেছে। এর আগে সেখানে দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা ঘটেছে।
নেতানিয়াহুর সঙ্গে উরসুলার ফোনালাপ

উরসুলা ভন ডার লিয়েন। ফাইল ছবি: রয়টার্স
⏰০৯: ৩১, জুন ১৬
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ‘প্রশ্নাতীতভাবে, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।’
উরসুলা জানান, তিনি গতকাল রোববার টেলিফোনে আলাপ করার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও এ কথা বলেছেন। এ বিষয়ে তিনি আর নেতানিয়াহু একমত হয়েছেন।
নেতানিয়াহুকে উরসুলা বলেছেন, ইরানকে ঘিরে এখনকার পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনা সবচেয়ে ভালো পন্থা । তবে তিনি নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাননি।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বর্তমানে ধনী দেশগুলোর জোট জি-৭–এর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য কানাডায় অবস্থান করছেন। সেখানে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার চলমান হামলার পাশাপাশি ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের দিকেও নজর দেওয়া হবে।
এর আগে উরসুলা ভন ডার লিয়েন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের সমালোচনা করেছিলেন। কিন্তু এখন তিনি বলছেন, ইরানের জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে অসহযোগিতার অর্থ হলো, ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকার রয়েছে’। খবর বিবিসির।
ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের হামলায় নিহত ৩

সোমবার ভোরে ইরানের হামলার পর তেল আবিবে উদ্ধারকাজ চলছে। ছবি: রয়টার্স
⏰০৯: ৩১, জুন ১৬
ইসরায়েলের মধ্যাঞ্চলে সোমবার ভোরে ইরানের হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। জেরুজালেম পোস্ট, চ্যানেল টুয়েলভ ও ওয়াইনেট নিউজের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইসরায়েলের মধ্যাঞ্চলে চার এলাকায় ইরানের হামলা

তেল আবিবের গুশ দানে ইরানের হামলায় বিধ্বস্ত একটি এলাকা। ছবি: কান সংবাদ সংস্থার এক্স পোস্ট থেকে
⏰০৮: ৫৪, জুন ১৬
ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্তত চার জায়গায় হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানের খবর বলছে, ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলায় একজন গুরুতর আহত হয়েছে। খবর আল জাজিরার।
ইসরায়েলের অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংক সংস্থাগুলো বলছে, এসব হামলায় ২৯ জন আহত হয়েছে।
ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১২

তেল আবিব শহরের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয় ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েল, ১৬ জুন। ছবি: এএফপি
⏰০৮: ০৩, জুন ১৬
ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সিএনএনের এক খবরে বলা হয়েছে, ইসরায়েল একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। বর্তমানে হামলা প্রতিহত করার কাজ চলছে বলে জানিয়েছে আইডিএফ।
তেল আবিব ও জেরুজালেমসহ ইসরায়েলের বিভিন্ন শহরে জরুরি সতর্ক সংকেত (সাইরেন) বাজতে শুরু করেছে। আইডিএফ সতর্ক করে বলেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অভেদ্য নয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ জানিয়েছে, মধ্য ইসরায়েলের পেতাহ টিকভা শহরের একটি ভবনে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। হামলার ফলে ওই স্থানে আগুন ধরে যায়।
জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে ওয়াইনেট নিউজ জানিয়েছে, এ হামলায় ১২ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।
সিএনএনের একজন প্রযোজক জেরুজালেমে সাইরেন এবং একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। তাঁর তোলা ভিডিওতে আকাশে বহু ক্ষেপণাস্ত্র ছুটে যেতে দেখা গেছে।
ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদোম জানিয়েছে, তাদের দলগুলো আক্রান্ত এলাকার দিকে রওনা দিয়েছে।
সারা দেশের নাগরিকদের আশ্রয়কেন্দ্রে ঢুকতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, বর্তমানে বিমানবাহিনী হামলা প্রতিহত করার পাশাপাশি পাল্টা হামলা চালানোর কাজ করছে।
ইসরায়েলের হামলার মধ্যে কোনো যুদ্ধবিরতির আলোচনা নয়: ইরান
⏰০৬: ২৩ , জুন ১৬
ইসরায়েলের চলমান হামলার মধ্যে কোনো ধরনের যুদ্ধবিরতি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত দেশটির এক কর্মকর্তা রয়টার্সকে এ কথা বলেছেন। এদিকে দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সংঘাতের সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে ইরানের ওই কর্মকর্তা বলেন, ইরান কাতার ও ওমানের মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে, তারা ইসরায়েলি হামলার মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনায় বসতে আগ্রহী নয়। দেশটি কেবল তখনই গঠনমূলক আলোচনায় আগ্রহী হবে, যখন ইসরায়েলি হামলার জবাব দেওয়া শেষ হবে।
মধ্য ইরানে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
⏰০৫: ৪০, জুন ১৬
মধ্য ইরানে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর দাবি, বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি বিমানবাহিনী সফলভাবে মধ্য ইরানে অবস্থিত একাধিক স্থাপনায় আঘাত হেনেছে। আমাদের গোয়েন্দা তথ্য বলছে, এসব স্থাপনা থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছিল।’
ইসরায়েলের এই হামলার প্রতিক্রিয়ায় ইরান এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১০ জনের বেশি
⏰০৪: ৩০, জুন ১৬
ইসরায়েলের বিভিন্ন স্থানে গত কয়েক ঘণ্টায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে নতুন করে আরও এক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হাইফা, তেল আবিব ও জেরুজালেমসহ একাধিক শহরে বিস্ফোরণ ও বিকট শব্দ শোনা গেছে।
ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থাগুলো জানিয়েছে, সারা দেশে ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। কিছু এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।
ইরান থেকে পাঠানো শতাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে: ইসরায়েলি সেনাবাহিনী
⏰০৩: ৫১, জুন ১৬
ইরানে থেকে পাঠানো শতাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের বিমান ও নৌবাহিনী ইরান থেকে ছোড়া ১০০টিরও বেশি ‘মনুষ্যবিহীন আকাশযান’ (ড্রোন) ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে
⏰০৩: ০৭, জুন ১৬
ইসরায়েলি বিমান হামলায় ইরানে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক। হামলায় ১ হাজার ২৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
এপির প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৩ জুন ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ওই হামলায় ইরানের নাতাঞ্জ ও ইসফাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। ইরানে বর্তমানে মসজিদ ও মেট্রো স্টেশনগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনে ইসরায়েলের হামলা, কয়েকজন আহত
⏰ ০২: ৪৪, জুন ১৬
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ রোববার জানিয়েছেন, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাঈদ খাতিবজাদেহ তাঁর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রন্থাগারে ইসরায়েল ‘পরিকল্পিত ও বেপরোয়া’ হামলা চালিয়েছে।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন, ‘ওই হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এর মধ্যে আমার একাধিক সহকর্মীও রয়েছেন, তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে।’ তিনি তাঁর এক্স অ্যাকাউন্টে হামলার পরবর্তী পরিস্থিতির একটি ভিডিও প্রকাশ করেন। এতে ক্ষতিগ্রস্ত গ্রন্থাগার ভবনের ভাঙা জানালা ও ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট–পাথরের টুকরো দেখা গেছে।
সাঈদ খাতিবজাদেহ বলেন, ‘এটি আরও একটি স্পষ্ট যুদ্ধাপরাধ— ইরানের বিরুদ্ধে ইসরায়েলি শাসনব্যবস্থার চলমান ও পরিকল্পিত অভিযানের অংশ।’
The criminal regime of Israel launched a deliberate and ruthless strike on one of the buildings of Iran’s Ministry of Foreign Affairs, located directly across from the Institute for Political and International Studies.
— Saeed Khatibzadeh | سعید خطیبزاده (@SKhatibzadeh) June 15, 2025
Several civilians were injured in the attack, including a… pic.twitter.com/DLxlmvuvZe
ইসরায়েলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা প্রধান ও দুই জেনারেল নিহত
⏰০২: ০৭, জুন ১৬
ইসরায়েলি হামলায় রোববার ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা শাখার প্রধানসহ ও দুই ইরানি জেনারেল নিহত হয়েছেন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
তাসনিমের খবরে বলা হয়, রেভল্যুশনারি গার্ড কোরের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ কাজেমি এবং জেনারেল হাসান মোহাক্বিক ও মোহসেন বাঘেরি তেহরানে এক বিমান হামলায় নিহত হয়েছেন।
ইরানি হামলার ঝুঁকি কমায় ইসরায়েলের কয়েকটি এলাকার জনগণকে আশ্রয়কেন্দ্র ছাড়ার অনুমতি
⏰০২:০০, জুন ১৬
ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি কমে যাওয়ায় ইসরায়েলের কয়েকটি এলাকার জনগণকে আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতি দিয়েছে দেশটির সেনাবাহিনী। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ ইরানি ক্ষেপণাস্ত্র হামলার হুমকি কেটে গেছে। লোকজন এখন আশ্রয়কেন্দ্র থেকে বের হতে পারবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে (সাবেক টুইটার) তারা লিখেছে, দেশজুড়ে যেখানে হামলার প্রভাব পড়েছে, সেখানে উদ্ধার ও জরুরি পরিষেবা দল কাজ করছে।
এদিকে ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, তাদের দলগুলো আহতদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। দেশটির উত্তরে বিস্ফোরণে সামান্য আহত দুজনকে চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফায় আহত ৪

ইসরায়েলের হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল, ১৫ জুন ২০২৫। ছবি: এএফপি
⏰০১:০০, জুন ১৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরে ৪ জন আহত হয়েছে। ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবার বরাত দিয়ে আল–জাজিরা জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪ জন আহত হয়েছেন।
রয়টার্স জানিয়েছে, হাইফায় একাধিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ইরান আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে, জনগণকে আশ্রয়কেন্দ্রে যেতে বলেছে ইসরায়েল

ইসরায়েলের বন্দর নগরী হাইফায় সামরিক নৌযানের টহল। ইসরায়েল, ১৫ জুন ২০২৫। ছবি: এএফপি

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আশকেলনের আকাশে প্রতিহত করে ইসরায়েল। ইসরায়েল, ১৫ জুন ২০২৫। ছবি: রয়টার্স
ইসরায়েলের উপকূলীয় শহর নেতানিয়ার আকাশে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইসরায়েল, ১৫ জুন ২০২৫। ছবি: রয়টার্স
⏰ ০০: ০০, জুন ১৬
ইসরায়েল লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সিএনএনের খবরে বলা হয়েছে, ইরান থেকে নতুন করে আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাই ইসরায়েলি নাগরিকদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
সিএনএনের সংবাদ কর্মীরা জানিয়েছেন, তেল আবিবে সাইরেন শোনা গেছে এবং বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে ও ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা চলছে।
এদিকে আল–জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েল সব বিমানবন্দর ও আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করেছে।
ইরানের ‘ক্ষেপণাস্ত্র স্থাপনায়’ হামলা চালানো হয়েছে: ইসরায়েল
⏰ ২৩: ৪৮, জুন ১৫
ইরানের পশ্চিমাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলে। আল-জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, ইরানের পশ্চিমাঞ্চলে ‘ক্ষেপণাস্ত্র স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে, সেগুলো ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমের সঙ্গে যুক্ত।
কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি শান্ত হবে, আলোচনার পথ খুলবে, আশাবাদী মাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ফাইল ছবি: রয়টার্স
⏰ ২২: ৫৭, জুন ১৫
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতময় পরিস্থিতি আগামী কয়েক ঘণ্টার মধ্যে শান্ত হবে বলে আশা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি বলেন, ‘আশা করি, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি শান্ত হবে এবং আলোচনার একটি পথ খুলবে।’
মাঁখো আরও বলেন, এতে করে (আলোচনা) ইরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতা কমিয়ে আনা সম্ভব হবে। তিনি জানান, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত কানাডায় চলমান জি৭ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
আল-জাজিরার খবরে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ গ্রিনল্যান্ড সফরের সময় ইরান-ইসরায়েল চলমান সংঘাত নিয়ে এসব কথা বলেন।
৪৮ ঘণ্টায় ৪৪টি ইসরায়েলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান

ইসরায়েলি হামলার পর তেহরানের অনেক এলাকায় ধোঁয়ায় ঢেকে যায়। ইরান, ১৫ জুন ২০২৫। ছবি: এএফপি
⏰ ২২: ২৫, জুন ১৫
ইসরায়েলের ৪৪টি ইসরায়েলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। গত ৪৮ ঘণ্টায় এসব ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়।
ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার আহমাদ আলি জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় ইরানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করা ৪৪টি ইসরায়েলি ড্রোন ও কোয়াডকপ্টার গুলি করে নামানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে এ কথা জানিয়েছে আল–জাজিরা।
আরেকটি মরদেহ উদ্ধার, ইরানের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা বেড়ে ১৪

ইরানের হামলায় বিধ্বস্ত গাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে। গত রাতে তামরা শহরে ওই হামলা চালানো হয়। ইসরায়েল, ১৫ জুন ২০২৫। ছবি: এএফপি
⏰ ২২: ০৯, জুন ১৫
ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। সিএনএন জানিয়েছে, ইরান গত শুক্রবার থেকে ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সেই হামলায় এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে বলে আজ রোববার নিশ্চিত করেছে ইসরায়েল সরকার।
ইসরায়েলের কেন্দ্রস্থলের শহর বাত ইয়ামে গত রাতে একটি আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপ থেকে আরও এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই হামলায় কমপক্ষে ৭ জন নিহত হন বলে জানিয়েছেন জরুরি পরিষেবা ও সরকারি কর্মকর্তারা।
তেহরানের জনবহুল এলাকা, হাসপাতালের কাছে ইসরায়েলের হামলা

তেহরানে ইসরায়েলি হামলার পর ধোঁয়ার কুন্ডলী দেখা যায়। ইরান, ১৫ জুন ২০২৫। ছবি: এএফপি
⏰ ২২: ০৯, জুন ১৫
ইরানের রাজধানী তেহরানে আবাসিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় আজ রোববার বিকেলের তেহরানের জনবহুল আবাসিক এলাকা ও হাসপাতালের কাছে হামলার ঘটনা ঘটে।
সিএনএন জানিয়েছে, রোববার বিকেলে তেহরানের তাজরিশ ও কুদস স্কয়ার, শরিয়তি অ্যাভিনিউ ও ভালিয়াসর স্কয়ারে হামলা চালিয়েছে ইসরায়েল। তাজরিশ এলাকায় একটি বড় শপিং সেন্টার রয়েছে। আর ভালিয়াসর স্ট্রিট তেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। কুদস স্কয়ারে হামলা হয়েছে শোহাদা হাসপাতালের মাত্র ৫০ মিটার দূরে। এই হাসপাতালে উত্তর তেহরানের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করে সিএনএন দেখেছে, ভালিয়াসর স্ট্রিটের কাছের জনবহুল এলাকায় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠছে।
কুদস স্কয়ারের ভিডিওতে দেখা যায়, একজন আহত ব্যক্তিকে স্ট্রেচারে করে একটি অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। এ ছাড়া কাছের একটি ভবনের ভাঙা জানালা দেখা যায়।
আরেকটি ভিডিওতে তেহরানের বিচার মন্ত্রণালয় ভবনের কাছে ধোঁয়ার দৃশ্য ধরা পড়েছে।
উল্লেখ্য, ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল তারা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে, কিন্তু এই এলাকাগুলোতে এমন কোনো স্থাপনার অস্তিত্ব নেই।
তেহরানে গাড়িবোমা হামলা, পরে ইসরায়েলের দিকে ছোড়া হয় অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র
⏰ ২১: ০৭ , জুন ১৫
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, তেহরানে একাধিক গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল-সম্পৃক্ত নাশকতাকারীরা। এর কিছুক্ষণ পর ইসরায়েলের দিকে লক্ষ্য করে অন্তত ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, আজ রোববার ইসরায়েলের হামলার পর তেহরানের উত্তরাঞ্চলে তাজরিশ স্কয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বিবিসি তাজরিশ স্কয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত হয়েছে। হামলার পর আরও কয়েকটি ভিডিও যাচাই করে দেখা যায়, হামলায় পানির পাইপ ফেটে ও পয়োনিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে এলাকায় পানি জমে গেছে। তেহরানের আকাশে ধোঁয়ার ঘন কুণ্ডলীও দেখা গেছে।
সংঘাত বন্ধে ‘চুক্তি করবে’ ইরান-ইসরায়েল: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
⏰ ১৮: ২৬, জুন ১৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান সংঘাত বন্ধে ইরান ও ইসরায়েল ‘একটি চুক্তিতে পৌঁছাবে’। তিনি বলেন, সংঘাত বন্ধে করতে বহু ফোনকল ও বৈঠক এখন চলছে।
সিএনএন জানায়, ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সকালে ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে পৌঁছানো উচিত; দুই দেশে চুক্তিতে পৌঁছাবে—যেমনটা আমি ভারত ও পাকিস্তানের মধ্যে করিয়েছিলাম।’ তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম মেয়াদে চরম উত্তেজনায় থাকা সার্বিয়া-কসোভো এবং মিসর-ইথিওপিয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রেখেছিলেন তিনি।
ট্রাম্প বলেন, তেমনিভাবে ইসরায়েল ও ইরানের মধ্যেও আমরা খুব শিগগির শান্তি প্রতিষ্ঠা করা হবে। এখন বহু ফোনালাপ ও বৈঠক চলছে।
শেষে ট্রাম্প লেখেন, ‘আমি অনেক কিছু করি, কিন্তু কখনো কৃতিত্ব পাই না—তবে ঠিক আছে, জনগণ বোঝে। মেক দ্য মিডল ইস্ট গ্রেট অ্যাগেইন!’
তেহরানের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন
⏰ ২০: ০৯, জুন ১৫
ইরানের রাজধানী তেহরানের আকাশে ধোঁয়া দেখা গেছে। অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে তেহরানের বিভিন্ন এলাকায় আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। আল-জাজিরা বিভিন্ন ভিডিও যাচাই করে তেহরানের আকাশে ঘন ধোঁয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে।
আল জাজিরা জানায়, একটি ভিডিওতে জামারান এলাকা থেকে ঘন ধোঁয়া দেখা যায়, আরেকটিতে ভালিয়াসর স্কয়ারের কাছে হামলার পর ব্যাপক ধোঁয়ার দৃশ্য ধরা পড়ে।
ইরান থেকে আবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে: ইসরায়েল

ইরানের গত রাতের হামলায় বিধ্বস্ত ভবনে উদ্ধার তৎপরতা চালায় ইসরায়েলি উদ্ধারকর্মীরা। বাত ইয়াম, ইসরায়েল ১৫ জুন ২০২৫। ছবি: এএফপি
⏰ ১৯: ২৪, জুন ১৫
আল-জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নতুন করে হামলা চালানোর কথা বলা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠেছে। হামলা প্রতিহত করতে ও প্রয়োজনে পাল্টা হামলার জন্য তাদের বিমানবাহিনী অভিযান শুরু করেছে। ইসরায়েলের নাগরিকদের সেনাবাহিনীর দেওয়া নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
নতুন বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ‘এক মুহূর্তের জন্যও হামলা বন্ধ করছে না’ ইসরায়েল
⏰ ১৯: ১৭, জুন ১৫
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান। রাজধানী তেহরানের বাসিন্দারা সিএনএনকে জানিয়েছেন, রোববার বিকেলে শহরে আবারও কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ অনুভূত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শহরের পশ্চিমাঞ্চলের একাধিক আবাসিক এলাকায় বিস্ফোরণ ঘটেছে। ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠতে দেখা গেছে। একটি ভিডিওতে দেখা যায়, একটি গাড়ি আগুনে পুড়ছে।তবে ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
বিস্ফোরণের খবর আসার সময়ই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক প্রেস ব্রিফিংয়ে জানায়, ইরায়নে আরও হামলা চলছে। আইডিএফের মুখপাত্র এফি ডেফরিন বলেন, ‘আমরা এক মুহূর্তের জন্যও হামলা বন্ধ করছি না। এই মুহূর্তেও তেহরানে আমরা বিভিন্ন নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছি।’
তেহরানে রাতভর ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা, তিন দিনে ইরানের ৭২০টির মতো সামরিক স্থাপনা ধ্বংস : ইসরায়েল

ইসরায়েলের হামলায় তেহরানের দক্ষিণাঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন ধরে যায়। ইরান, ১৫ জুন ২০২৫। ছবি: এএফপি
⏰ ১৮: ৫০, জুন ১৫
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেহরানে অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে রাতভর হামলা চালানো হয়েছে। এই হামলায় ডজনখানেক ইসরায়েলি যুদ্ধবিমান অংশ নেয়। ইরানের রাজধানী তেহরানে টানা তৃতীয় দিনে এ হামলা চালানো হলো।
বিবিসির খবরে বলা হয়, ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, সামরিক গবেষণা ও উন্নয়ন শাখা বলে দাবি করা হয়েছে।
রয়টার্স এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ইসরায়েলের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল দুটি ‘দ্বৈত-ব্যবহারের’ জ্বালানি কেন্দ্র। ওই জ্বালানি কেন্দ্র সামরিক ও পারমাণবিক কাজে ব্যবহার করা হতো।
আইডিএফ আরও জানিয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে তিন দিনের কম সময়ের মধ্যে তারা ইরানের ১৭০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানের ৭২০টির মতো সামরিক স্থাপনা ধ্বংস করেছে।
ইরানের হামলায় বিধ্বস্ত এলাকায় নেতানিয়াহু, বললেন তেহরানকে খুবই চড়া মূল্য দিতে হবে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি: এএফপি
⏰ ১৮: ২৬, জুন ১৫
ইরানের হামলায় বিধ্বস্ত ইসরায়েলের বাত ইয়াম শহরের একটি স্থান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, বেসামরিক নাগরিকদের হত্যার জন্য ইরানকে খুবই চড়া মূল্য দিতে হবে।
নেতানিয়াহু আরও বলেন, ‘আমরা অস্তিত্বের লড়াই চালাচ্ছি। আমি মনে করি এখন প্রতিটি ইসরায়েলি নাগরিক তা বুঝতে পারছে।’ উল্লেখ্য, গাজায় নৃশংস হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যার জন্য যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলায় দেশটির কেন্দ্র ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
ইসরায়েলের কাছেে ‘কিছু বার্তা’ পৌঁছাতে সাইপ্রাসকে অনুরোধ ইরানের

মসাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস খ্রিস্তোদুলিদেস। ফাইল ছবি: এএফপি
⏰ ১৮: ০৬, জুন ১৫
ইসরায়েলের কাছেে ‘কিছু বার্তা’ পৌঁছে দিতে ইরান সাইপ্রাসকে অনুরোধ করেছে বলে জানিয়েছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস খ্রিস্তোদুলিদেস। তিনি বলেন, আজ দিনশেষে তিনি বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন বলে আশা করেছেন।
আল–জাজিরার খবরে বলা হয়, সাইপ্রাসের প্রেসিডেন্ট ইরানের ওই বার্তার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তিনি মধ্যপ্রাচ্যের চলমান সংকট মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘ধীর প্রতিক্রিয়া’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
খ্রিস্তোদুলিদেস জানান, সাইপ্রাস ইতিমধ্যে ইইউর পররাষ্ট্রবিষয়ক পরিষদের জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছে।
তেহরানে দুটি বড় ধরনের বিস্ফোরণ
⏰ ১৭: ২১, জুন ১৫
ইসরায়েল–ইরান উত্তেজনা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার আওয়াজ শোনা গেছে।
আল–জাজিরার খবরে বলা হয়, মাত্র কয়েক মিনিট আগে অন্তত দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয়—ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে এবং ইরান পাল্টা জবাব দিচ্ছে।
ইসরায়েলি মোসাদের দুই গুপ্তচরকে গ্রেপ্তারের কথা জানাল ইরান

মোসাদ
⏰ ১৬: ২২, জুন ১৫
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ইরান। আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই ব্যক্তি আলবোর্জ প্রদেশে বিস্ফোরক ও বৈদ্যুতিক সরঞ্জাম বানানোর সময় ধরা পড়েছেন।
ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ছায়াযুদ্ধে লিপ্ত ইরান এর আগেও বহুবার মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ও মৃত্যুদণ্ড দিয়েছে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ব্যাহত করতে নাশকতা বা হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে তাঁদের শাস্তি দেওয়া হয়েছে।
ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেব: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

ইসরায়েল কাৎজ। ছবি: এএফপি ফাইল ছবি
⏰ ১৫: ৫১, জুন ১৫
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানকে হুঁশিয়ার করে বলেছেন, তাঁদের পারমাণবিক সক্ষমতা ও অস্ত্রব্যবস্থা ধ্বংস করে দেওয়া হবে।’ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইঙ্গিত করে কাৎজ বলেন, ‘ইরানের স্বৈরশাসক নিজের শাসন টিকিয়ে রাখতে তেহরানকে বৈরুত বানিয়ে ফেলেছেন এবং তেহরানের জনগণকে জিম্মি করে রেখেছেন।’
এদিকে আজ রোববার তৃতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালাচ্ছে।
ইরানের হামলায় ইসরায়েলের হাইফায় তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত: ইসরায়েলি সংবাদমাধ্যম

ইসরায়েলকে লক্ষ্য করে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র। ১৪ জুন। ছবি: এএফপি
⏰ ১৫: ৩৭, জুন ১৫
ইরানের হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল শোধনাগারটি পরিচালনাকারী ইসরায়েলি প্রতিষ্ঠান ‘বাজান’ এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম এই তথ্য দিয়েছে।
প্রতিষ্ঠানটি বলেছে, ইরানের রাতভর হামলায় তেল শোধনাগার কমপ্লেক্সের ভেতরে পাইপলাইন ও সঞ্চালন লাইনের কিছু নির্দিষ্ট জায়গায় ক্ষতি হয়েছে। তেল শোধনাগারটি এখনো চালু আছে। তবে কিছু ইউনিট ও স্থাপনা বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষতির প্রভাব মূল্যায়ন করা হচ্ছে।
এই খবর এমন একসময় এল, যখন ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানি বাহিনী রাতভর ইসরায়েলের দিকে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলোর মধ্যে ৪০টি পড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। এই অঞ্চলেই হাইফা অবস্থিত। খবর আল জাজিরার।
ইরানের ইস্পাহান শহরে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্থাপনায় ইসরায়েলের হামলা: ইসনা

তেহরানের একটি তেল শোধনাগারে ইসরায়েলি হামলার পর ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ১৫ জুন। ছবি: এএফপি
⏰ ১৫: ৩৩, জুন ১৫
ইসরায়েলি বাহিনী ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসনা সংবাদ সংস্থার বরাতে ইরানের উপ প্রাদেশিক গভর্নর আকবর সালেহি বলেছেন, ‘ কিছুক্ষণ আগে ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।’
তিনি আরও জানান, ‘বিশেষজ্ঞ দলগুলো বর্তমানে সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করছে।’
এর আগে, ইসরায়েলি বাহিনী শিরাজ শহরে বৈদ্যুতিক সরঞ্জামের কারখানায় হামলা চালায়। এ সময় সেখান থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। খবর আল জাজিরার।
ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে ইরানের হামলা, ভবনে ক্ষয়ক্ষতি

ইসরায়েলের রেহোভত এলাকায় হামলায় বিধ্বস্ত ভবন। ছবি: রয়টার্স
⏰ ১৪: ৪৫, জুন ১৫
ইরানের হামলায় ইসরায়েলের কেন্দ্রীয় শহর রেহোভতে অবস্থিত গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় উইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সেও ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটির কয়েকটি স্থাপনা নষ্ট হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট-এর খবরে বলা হয়েছে, এই হামলায় কেউ হতাহত হয়নি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ক্যাম্পাসের কয়েকটি ভবনে হামলা হয়েছে। খবর আল জাজিরার
বেদনাদায়ক ও কঠিন এক সকাল : ইসরায়েলি প্রেসিডেন্ট

আইজ্যাক হারজোগ। ফাইল ছবি: রয়টার্স
⏰ ১৪: ০৭, জুন ১৫
ইরান গতকাল রাতভর ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে। রাতভর হামলার পরের সকালকে ‘অত্যন্ত বেদনাদায়ক ও কঠিন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
হারজোগ বলেন, ‘ইরানের এই অপরাধমূলক হামলায় ইহুদি ও আরব, ইসরায়েলি নাগরিক ও নতুন অভিবাসী—শিশু-বৃদ্ধ, নারী-পুরুষ নির্বিশেষে—নিহত ও আহত হয়েছেন।’
শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান ইসরায়েলি প্রেসিডেন্ট। তিনি বলেন, এই ভয়াবহ ক্ষতির কারণে তিনি ভুক্তভোগীদের সঙ্গে শোক ভাগ করে নিচ্ছেন। আহতদের সুস্থতা কামনা করছেন। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করছেন। তাঁরা একসঙ্গে শোক করবেন। একসঙ্গে এই দুঃসময় কাটিয়ে উঠবেন।
ইসরায়েল হামলা বন্ধ করলে আমরাও থেমে যাব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রয়টার্স ফাইল ছবি
⏰ ১৪: ০২, জুন ১৫
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও হামলা থামাবে। গত শুক্রবার ইসরায়েলের হামলার পর এই প্রথমবারের মতো জনসম্মুখে এলেন আরাগচি। তেহেরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইসরায়েলকে উদ্দেশ করে আরাগচি আরও বলেন, ‘হামলা বন্ধ হলে, আমরাও থেমে যাব।’
আজ রোববারও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল শনিবার রাতেও হামলা হয়েছে। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। খবর আল জাজিরার।
সাতটি ড্রোন ভূপাতিত করা হয়েছে জানাল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী

তেল আবিবে হামলা চালিয়েছে ইরান। ছবি: এএফপি
⏰ ১৩: ২২, জুন ১৫
এক ঘণ্টার মধ্যে ইসরায়েলের দিকে সাতটি ড্রোন উড়ে এসেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তারা বলছে, ড্রোনগুলো প্রতিহত করেছে তারা।
বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও বলেছে, দেশটির বিমানবাহিনী এবং নৌবাহিনী ড্রোনগুলো প্রতিহত করেছে।
প্রতিরক্ষা বাহিনীর প্রকাশ করা এক ভিডিওতে আকাশে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। ইসরায়েলের দাবি, এটা ড্রোন প্রতিহত করার সময়কার দৃশ্য।
ইরান ও ইসরায়েলের মধ্যে চুক্তি করতে পারি, রক্তক্ষয়ী সংঘাতের অবসান করতে পারি: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
⏰ ১১: ৫৮, জুন ১৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলা সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, শনিবার রাতে ইরানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কিছুই করার নেই। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেহরানে ইসরায়েলের একের পর এক হামলা বন্ধে যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলো কোনো সহায়তা করছে না। ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোয় হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইরান।
এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ইরান যদি আমাদের ওপর যেকোনো ধরনের, যেকোনো উপায়ে হামলা করে, তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী এমন তৎপরতা চালাবে, যা আগে কখনো দেখা যায়নি।’ তিনি আরও বলেন, ‘তবে, আমরা সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি।’ খবর বিবিসির
ইয়েমেন থেকে হুতিরাও ক্ষেপণাস্ত্র ছুড়ছে : ইসরায়েল

ইসরায়েলের বাত ইয়ামে হামলায় বিধ্বস্ত কিছু ভবন। ছবি: এএফপি
⏰ ১০: ৩৭, জুন ১৫
ইসরায়েলে আজ রোববার (শনিবার দিবাগত রাত) একের পর এক হামলা হয়েছে। বোমা হামলা থেকে বাঁচতে ইসরায়েলি নাগরিকদের বারবারই নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলোর দিকে ছুটতে হয়েছে।
ইসরায়েল বলছে, এবার এসব ক্ষেপণাস্ত্র শুধু ইরান থেকেই যে আসছে তা নয়, ইয়েমেন থেকে হুতিরাও ক্ষেপণাস্ত্র ছুড়ছেন।
সাম্প্রতিক সময়ে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালিয়েছেন হুতিরা। এর আগে তাঁরা গত মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিলেন। এর জবাবে হুতিদের নিয়ন্ত্রণাধীন হোদেইদা বন্দরে বোমা হামলা চালায় ইসরায়েল।
হুতিরা বলছেন, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে হামলায় অংশ নিচ্ছেন তাঁরা। গত মার্চ মাসে যুদ্ধবিরতির সময় হুতিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রেখেছিলেন। তবে ইসরায়েল যুদ্ধবিরতি ভাঙতেই হুতিরা আবার ক্ষেপণাস্ত্র ছুড়তে শুরু করেছেন। ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি ইরানের সমর্থনপুষ্ট।
একটি মন্তব্য পোস্ট করুন