[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল থেকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র  | ছবি: পদ্মা ট্রিবিউন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল থেকে পাইপগান সদৃশ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে হলের দ্বিতীয় তলার টয়লেটের ছাদ থেকে এটি উদ্ধার করা হয়। এ ঘটনায় হল প্রশাসন জরুরি বৈঠক ডেকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

হল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ সকালে হলের পরিচ্ছন্নতাকর্মী সুজন বাবু টয়লেট পরিষ্কার করতে যান। এ সময় টয়লেটের ছাদে রাখা ব্রাশ নিতে গিয়ে তিনি আগ্নেয়াস্ত্রটি দেখতে পান। এরপর হল প্রশাসনকে বিষয়টি জানালে তারা আশুলিয়া থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ সেটি জব্দ করে নিয়ে যায়।

এ বিষয়ে শহীদ সালাম-বরকত হলের কর্মচারী সুজন বাবু বলেন, ‘সকাল ১০টার দিকে টয়লেট পরিষ্কার করতে গিয়েছিলাম। টয়লেটের ছাদে আমি ব্রাশ রেখে আসি। টয়লেট পরিষ্কারের জন্য ছাদের ওপর ব্রাশ নেওয়ার জন্য হাত দিলে ওই জিনিস পাই। পরে হলের স্যারদের বিষয়টি জানাই।’

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুল হালিম বলেন, ‘আমি অস্ত্রটি দেখেছি, ছবি তুলে প্রক্টরকেও পাঠিয়েছি। এটি দেশীয় অস্ত্র, যেটা কাঠের বাঁট দিয়ে তৈরি। অস্ত্রটি দেখে মনে হচ্ছে, অনেক দিন ফেলে রাখা। এতে মরিচা পড়ে আছে।’

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহামুদুল বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে খবর পেয়ে তাঁরা ক্যাম্পাসে আসেন। অস্ত্রটি জব্দ করেছেন। এটি দেশীয় পাইপগান। অস্ত্রটি কাঠের বাঁট দিয়ে তৈরি, লোহায় মরিচা পড়ে গেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন