নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
মারামারি | প্রতীকী ছবি |
কর্মচারীদের একটি সমিতির ‘কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে’ বাংলাদেশ সচিবালয়ের ক্যানটিনে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতিও রয়েছেন।
আহতদের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার রাত আটটার দিকে কর্মচারীদের একটি সমিতির কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এতে তাঁরা পাঁচজন আহত হয়েছেন। তাঁরা চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন।
হাসপাতাল সূত্র বলছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা হলেন নুরুল ইসলাম (৫৮), ওবায়দুল ইসলাম (৪৫), মিলন (৪০), মুজাহিদুল ইসলাম সেলিম (৫০) ও হাসনাত (৪৫)।
আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসা সোহরাব হোসেন বলেন, আহত নুরুল ইসলাম সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি। তিনি প্রশাসনিক শাখার কর্মচারী। সচিবালয়ে মঙ্গলবার রাতে সচিবালয় বহুমুখী সমবায় সমিতির কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ অতর্কিত হামলা চালায়। তারা চেয়ার ও লাঠি দিয়ে পাঁচজনকে আহত করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তিরা হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।