চাঁদপুরে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা বৃদ্ধাকে
প্রতিনিধি চাঁদপুর
![]() |
| ছুরিকাঘাত | প্রতীকী ছবি |
চাঁদপুরের কচুয়া উপজেলায় নিজ ঘরে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
নিহত মমতাজ বেগম (৬৫) উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের বাচ্চু প্রধানিয়ার স্ত্রী।
নিহত মমতাজের ছেলে সোহেল প্রধানিয়া বলেন, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। রাত ১২টার দিকে বাসায় ফিরে দরজা খোলা দেখতে পান। ঘরের ভেতরে রক্তাক্ত দৃশ্য দেখে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রান্নাঘরের পাশের পাতার স্তূপের নিচে মায়ের মরদেহ পাওয়া যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আজ বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা মিলন হোসেন বলেন, ঘরে রক্তাক্ত একটি বঁটি পাওয়া গেছে। প্রতিটি কক্ষে ও ঘরের বাইরে রক্তের দাগ ছিল। ধারণা করা হচ্ছে, বাথরুমের ভেন্টিলেটর ভেঙে কেউ ভেতরে ঢুকে হত্যাকাণ্ড ঘটায়।
কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments