নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
সিপিবির লোগো | ফাইল ছবি |
কুমিল্লার মুরাদনগরে এক ধর্মীয় সংখ্যালঘু নারীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় নিন্দা এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। তারা এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনেছে।
আজ রোববার এক বিবৃতিতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে এক ধর্মীয় সংখ্যালঘু নারীকে যেভাবে গণধর্ষণ, নির্যাতন এবং ভিডিও ধারণ করে প্রচার করা হয়েছে, তা কোনো সভ্য সমাজে ভাবা যায় না।
বিবৃতিতে অভিযুক্ত ধর্ষক ফজর আলী ও তাঁর সহযোগীদের এবং সারা দেশে নারী নিপীড়ক ও ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সিপিবির নেতারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারীদের বিরুদ্ধে মব তৈরি, অনলাইনসহ নানাভাবে নিপীড়ন, হেনস্তা করা হচ্ছে। অব্যাহত নারী নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটলেও সরকার ও প্রশাসনকে এসব ঘটনা প্রতিরোধ ও বন্ধ করতে দৃষ্টান্তমূলক ভূমিকা নিতে দেখা যাচ্ছে না।
নেতারা আরও বলেন, এমনকি অতীতে যেসব লোমহর্ষক গণধর্ষণের ঘটেছে, সেগুলোর দৃষ্টান্তমূলক বিচার হয়নি। বিবৃতিতে বলা হয়, ঘরে-বাইরে নারীসহ জনগণের জানমালের নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দৃশ্যমান ভূমিকা দেখা যাচ্ছে না।
বিবৃতিতে আরও বলা হয়, ২৬ জুন ঘটনা ঘটলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আসার আগে পর্যন্ত দেশবাসী জানতে পারেনি। স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে জবাবদিহির আওতায় আনতে হবে।
নারী নির্যাতন প্রতিরোধে সরকারকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে সচেতন জনগণের ঐক্য ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় সিপিবি।