নিজস্ব প্রতিবেদক ঢাকা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, তাতে আস্থা রাখতে চায় আমার বাংলাদেশ (এবি) পার্টি। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণের পর এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এ কথা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ‘এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, তা আমাদের পূর্ববর্তী প্রস্তাব ও এ–সংক্রান্ত পর্যালোচনার সঙ্গে না মিললেও আমরা তাঁর ওপর আস্থা রাখতে চাই।’
এবি পার্টি বলেছে, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বিচার, সংস্কার, নির্বাচন এবং সরকারের গৃহীত কার্যক্রম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা আমরা গভীর আগ্রহ নিয়ে অবলোকন করেছি। বেশ কিছুদিন ধরে আমরা সরকারের কাছে এসব বিষয়ে সুস্পষ্ট রূপরেখা প্রদানের আহ্বান জানিয়ে আসছিলাম। আজ তাঁর প্রতিফলন ঘটায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি।’
আবহাওয়ার কারণে এপ্রিল মাসে নির্বাচন অনুষ্ঠানে কিছু সমস্যা তৈরি হতে পারে—এমন শঙ্কার কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘তবে প্রধান উপদেষ্টা যেহেতু সামগ্রিক প্রস্তুতির বিষয়ে আলোকপাত করেছেন এবং প্রাসঙ্গিকভাবে সময়ের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন, তাতে আমরা উনার সরকারের প্রতি সহযোগিতামূলক মনোভাব বজায় রাখতে চাই।’
এ ছাড়া বিবৃতিতে সংস্কার ও বিচারের একটা সন্তোষজনক অগ্রগতি এবং নির্বাচনের পরিবেশ তৈরির জন্য এপ্রিল পর্যন্ত সময়টা আপাতদৃষ্টে বিলম্বিত মনে হলেও সব পক্ষের এ ব্যাপারে ঐকমত্য প্রয়োজন বলেও উল্লেখ করা হয়। এতে বলা হয়, ‘আশা করি, সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষ ত্যাগের মনোভাব দেখিয়ে এ ব্যাপারে একটি ঐকমত্যে পৌঁছাতে সচেষ্ট হবেন।’
এর আগে জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বিচার, সংস্কার ও নির্বাচনসংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।