[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বগুড়ার শেরপুরে আওয়ামী লীগ কর্মী বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি বগুড়া

গ্রেপ্তার | প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সহিংসতার ঘটনায় করা মামলায় শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন সম্পর্কে বাবা ও ছেলে। গতকাল শুক্রবার রাতে পৌর শহরের দুবলাগাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রমিক লীগ কর্মী শামসুল হক (৫৩) ও তাঁর ছেলে ছাত্রলীগ কর্মী শাহিন হোসেন (২৪)। গ্রেপ্তার অন্য ব্যক্তি নাহিদ ইসলাম (২৫) ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের সবার বাড়ি পৌরশহরের দুবলাগাড়ি এলাকায়।

পুলিশ সূত্র জানা যায়, শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৭ জুলাই দুপুরে শহরের ধুনট রোড বাসস্ট্যান্ড মোড়ে ছাত্র-জনতার মিছিলে বিস্ফোরণ ঘটিয়ে হামলা করা হয়। এ ঘটনায় গত ২ নভেম্বর শেরপুর থানায় বাদী হয়ে একটি মামলা করেন রিফাত সরকার নামের স্থানীয় এক ব্যক্তি। ওই মামলায় শামসুল, শাহিন ও নাহিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত আসামি সংখ্যা ১৪৭ জন। এ ছাড়া আরও অজ্ঞাতপরিচয় আসামি আছেন।

শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের দায়ের করা ওই মামলায় আসামি হিসেবে শামসুল হকের নাম আছে। একই মামলায় তদন্তের পর শামসুলের ছেলে শাহিনসহ নাহিদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ আদালতের মাধ্যমে তাঁদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন