নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) |
প্রায় এক যুগ আগে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম ওরফে সুমনকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তাঁর বাসায় যাওয়ার ঘটনায় রাজধানীর তেজগাঁও থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ শুক্রবার এই তথ্য জানান।
ঢাকা মহানগর পুলিশ বলছে, যে পুলিশ সদস্যরা সাজেদুলের বাসায় গিয়েছিলেন, তাঁরা ডিএমপিতে নতুন যোগদান করেছেন। এ কারণে তাঁরা জানতেন না যে বাসাটি প্রায় এক যুগ ধরে নিখোঁজ থাকা সাজেদুলের।
গতকাল বুধবার রাতে সাজেদুলের তেজগাঁওয়ের শাহীনবাগের বাসায় গিয়েছিল পুলিশ। এ সময় পুলিশ সদস্যরা সাজেদুলের পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় সমালোচনার মুখে তেজগাঁও থানার এসআই আকরামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করল ডিএমপি।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলো নিয়ে গড়ে তোলা সংগঠন ‘মায়ের ডাক’-এর অন্যতম সমন্বয়কারী সাজেদুলের বোন সানজিদা ইসলাম। এই সংগঠন গড়ে তোলার পেছনে সাজেদুলের পরিবার মূল ভূমিকা পালন করে। প্রায় এক যুগ ধরে এই সংগঠন গুমের শিকার ব্যক্তিদের ফেরত পেতে আন্দোলন চালিয়ে আসছে।
ডিএমপির দুঃখ প্রকাশ
আজ শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল তেজগাঁও থানার এসআই আকরামের নেতৃত্বে একদল পুলিশ মুলতবি ওয়ারেন্ট তামিলের জন্য শাহীনবাগ এলাকায় যায়। একপর্যায়ে তারা নিখোঁজ বিএনপি নেতা সাজেদুলের খোঁজে তাঁর বাসায়ও যায়। এই দলের সদস্যরা সবাই ডিএমপিতে নতুন যোগ দেওয়ায় তাঁদের কেউ জানতেন না এটা এক যুগের বেশি সময় ধরে নিখোঁজ সাজেদুলের। সাজেদুল সম্পর্কে তাঁদের পূর্ব ধারণা না থাকায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় ইতিমধ্যে সংশ্লিষ্ট এসআইকে তাঁর দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ডিএমপি আন্তরিক দুঃখ প্রকাশ করছে। পতিত ফ্যাসিবাদী সরকারের নির্যাতন-নিপীড়নের শিকার প্রত্যেক ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি ডিএমপি সহমর্মিতা প্রকাশ করছে। তাঁদের নিরাপত্তায় ডিএমপি দৃঢ় প্রতিজ্ঞ।