সিলেটে সীমান্তে আরও ২১ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
প্রতিনিধি সিলেট
![]() |
বাংলাদেশ–ভারত সীমান্ত | ফাইল ছবি |
সিলেটের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে নতুন করে ২১ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাঁদের মধ্যে ৫ জন পুরুষ, ৮ জন নারী এবং ৮ জন শিশু।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রাম সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ওই ২১ জনকে আটক করেন। পরে তাঁদের বিজিবির একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে রাখার পর দুপুরের দিকে বিয়ানীবাজার থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবির বরাত দিয়ে পুলিশ জানায়, বিয়ানীবাজারের নওয়াগ্রাম সীমান্ত এলাকায় আজ সকালে অভিযান চালায় বিজিবির ৫২ ব্যাটালিয়নের নওয়াগ্রাম বিওপি সদস্যরা। এ সময় ভারত থেকে অনুপ্রবেশ করা ২১ জনকে আটক করা হয়।
সিলেটের বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী বলেন, আটক ব্যক্তিরা বাংলাদেশের বাসিন্দা বলে জানিয়েছেন। কিন্তু তাঁদের পরিবারের কেউই থানায় যোগাযোগ করেননি। এ জন্য থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে বিকেলেই থানা থেকে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। আদালত থেকে পরবর্তী যে নির্দেশনা আসবে, সেটি অনুসরণ করা হবে।
সিলেট সীমান্ত এলাকায় গত ১৫ দিনে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো ১৫৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৫ মে কানাইঘাট সীমান্ত দিয়ে ৩২ জন, একই সীমান্ত দিয়ে ২৪ মে ২১ জন এবং ১৪ মে সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ১৬ জন এবং গতকাল বুধবার ৬৬ জনকে আটক করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন