[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দেড় মাস পর আকাশে ডানা মেলল হুতোম প্যাঁচাটি

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি বগুড়া

বগুড়ার শেরপুরে পরিচর্যায় সুস্থ হয়ে ওঠা একটি হুতোম প্যাঁচাকে অবমুক্ত করা হয়েছে। আজ দুপুরে আকাশে উড়িয়ে দেওয়া হয় এটি | ছবি: ‘স্বাধীন জীবন’ সংগঠনের সৌজন্যে পাওয়া

বগুড়ার শেরপুর উপজেলায় প্রায় দেড় মাস আগে ধানখেতের পাশের সড়কে অসুস্থ অবস্থায় একটি হুতোম প্যাঁচাকে পড়ে থাকতে দেখেন এক কলেজছাত্র। খবর পেয়ে তাঁর কাছ থেকে প্রাণীটিকে উদ্ধার করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন জীবন। চিকিৎসা ও সেবা পেয়ে পুরোপুরি সুস্থ হয়েছে পাখিটি। ১ মাস ১৪ দিন চিকিৎসার পর আকাশে ডানা মেলেছে এটি।

সোমবার বেলা দুইটার দিকে শেরপুর উপজেলার কালিয়াকৈর সিংহের শিমলা গ্রামের একটি আমবাগান থেকে প্যাঁচাটিকে আকাশে উড়িয়ে দেওয়া হয়। পাখিটি উড়ে গিয়ে একটি আমগাছের মগডালে বসে।

সংগঠনটির সূত্রে জানা যায়, স্থানীয় জলাশয়ে কীটনাশকের কারণে অনেক ছোট মাছ ও কীটপতঙ্গ মরে ভেসে উঠেছিল। প্যাঁচাটি লাঙ্গলমোড়া গ্রামের একটি জলাশয় থেকে মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। পাখিটিকে উদ্ধারের পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে ১ মাস ১৪ দিন ধরে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার পাশাপাশি পাখিটিকে নিয়মিতভাবে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ, মুরগির মাংস ও কলিজা খেতে দেওয়া হয়েছে।

স্বাধীন জীবন সংগঠনের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, তাঁদের সংগঠনটি শেরপুরের দক্ষিণাঞ্চলসহ পাশের সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করে। বিভিন্ন কারণে অসুস্থ হয়ে পড়ে থাকা অসহায় পাখিগুলো উদ্ধার করে প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দিয়ে সুস্থ করেন তাঁরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন