প্রতিনিধি মৌলভীবাজার

ফরিদপুরের আলফাডাঙ্গায় একই স্থানে বিএনপির দুই পক্ষের সমাবেশ ঠেকাতে ১৪৪ ধারা জারির পর আলফাডাঙ্গা চৌরাস্তা ও বাজার এলাকায় পুলিশের বাধার কারণে কোনো পক্ষ তাদের কর্মসূচি পালন করতে পারেনি | ছবি: পদ্মা ট্রিবিউন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ওই এলাকা ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

আজ সোমবার সকাল ১০টায় আলফাডাঙ্গা চৌরাস্তা এলাকায় একই সময়ে বিএনপির এক পক্ষ মানববন্ধন এবং অপর পক্ষ বিক্ষোভ সমাবেশ ডাকে। দুই পক্ষ ঘটনাস্থলে জড়ো হতে থাকলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পরিপ্রেক্ষিতে সকাল সোয়া ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা প্রশাসন আলফাডাঙ্গা বাজার ও চৌরাস্তা এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা–সমাবেশ নিষিদ্ধ করে।

সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান বলেন, বিবদমান দুই পক্ষের সংঘাত এড়াতে আলফাডাঙ্গা বাজার ও চৌরাস্তা এলাকায় ১৪৪ ধারা জরি করা হয়েছে। এটা সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, বিবদমান দুই পক্ষের এক পক্ষ মানববন্ধন ও অপর পক্ষ বিক্ষোভ সমাবেশ করতে চেয়েছিল একই জায়গায়। এ জন্য প্রশাসনের উদ্যোগে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং দুই পক্ষকে বিবদমান জায়গা থেকে হটিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের আওতাভুক্ত আলফাডাঙ্গা উপজেলা বিএনপি দুই ভাগে বিভিক্ত। এক পক্ষের নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ওই আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। এই পক্ষের আলফাডাঙ্গা অংশের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক (স্থগিত কমিটি) আব্দুল মান্নান মিয়া ওরফে আব্বাস।

অপর পক্ষের নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ওরফে ঝুনু। তাঁর পক্ষে আলফাডাঙ্গা উপজেলায় নেতৃত্ব দেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান ওরফে খোকন।

খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা এলাকায় কৃষক দলের এক কর্মিসভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাসিরুল ইসলাম। ওই সভায় সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম ওরফে মাসুদ মাস্টার। শামসুদ্দিন মিয়ার পক্ষের অভিযোগ, মনিরুল আওয়ামী লীগের নেতা, তাঁকেসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের পুনর্বাসন করছেন নাসিরুল। তাঁকে দল থেকে বহিষ্কারের দাবিতে শামসুদ্দিন মিয়ার অনুসারীরা আজ সকাল ১০টার দিকে আলফাডাঙ্গার চৌরাস্তায় সভা ডাকে। একই সময়ে খন্দকার নাসিরুলের অনুসারীরা ওই জায়গাতে বিক্ষোভ সমাবেশ ডাকে। পুলিশ চৌরাস্তা এলাকা থেকে দুই পক্ষের সমর্থকদের সরিয়ে দেয়।