[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গণ-অভ্যুত্থানই ম্যান্ডেট, বর্তমান সরকার সর্বোচ্চ ম্যান্ডেটধারী: ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি নাটোর

নাটোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ | ছবি: পদ্মা ট্রিবিউন

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করা মিলিটারি ক্যুর শামিল। এটি করার অধিকার বা এখতিয়ার ২০২৪-এর গণ-অভ্যুত্থান সেনাপ্রধানকে দেয়নি। আমরা সকল বাহিনীকে বলছি পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করুন। যদি আপনাদের কোনো কথা থাকে তবে প্রধান উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা বা সরকারের সঙ্গে কথা বলুন। আর্মি অফিসারদের উত্তেজিত করা থেকে বিরত থাকুন।’

আজ শনিবার নাটোর জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ।

এবি পার্টির এ নেতা বলেন, ‘কিছুদিন আগে ভারতীয় মিডিয়া বলেছে বাংলাদেশ নিরাপত্তা উপদেষ্টা দ্বৈত নাগরিক হওয়ায় ভারত সরকার কাজ করতে পারছে না বাংলাদেশের সঙ্গে। এর কিছুদিন পর রাজনৈতিক নেতারা পাবলিক ফোরামে একই কথা বলেছে। তাহলে কার বক্তব্য কে বলছে? কিছুদিন পর একই বক্তব্য সেনাপ্রধান বলছে। দিল্লির ছকে বাংলাদেশকে বিক্রির চক্রান্ত দেখতে পাচ্ছি।’

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের উদ্দেশে ফুয়াদ বলেন, ‘সেনাপ্রধান সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ব্যাপারে ম্যানডেটের প্রশ্ন করার উনি কে? আমরা বলতে চাই গণ-অভ্যুত্থানই ম্যান্ডেট। বর্তমান সরকার সর্বোচ্চ ম্যান্ডেটধারী। কারণ, দেশের সকল রাজনৈতিক দল এ সরকারকে ম্যান্ডেট দিয়েছে। সরকারের ম্যান্ডেট নাই এই বক্তব্য ইন্ডিয়ান ন্যারেটিভ।’

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন