[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শান্তিরক্ষী দিবসে শান্তিরক্ষীদের সম্মান জানাতে নানা আয়োজন

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার পালিত হবে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে স্মরণ এবং শ্রদ্ধা জানাতে বিশেষ কর্মসূচি নিয়েছে বাংলাদেশ। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসের প্রথম প্রহরে ‘শান্তিরক্ষী দৌড়/র‌্যালি’ আয়োজনের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আহত শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা এবং জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমের ওপর বিশেষ উপস্থাপনার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ চার দশকের শান্তি রক্ষার ইতিহাসে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের ৪৩টি দেশ ও স্থানে ৬৩টি জাতিসংঘ মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বর্তমানে ১০টি দেশে ৫ হাজার ৮১৮ জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে ও কার্যক্রমে নিয়োজিত আছেন। তাঁদের মধ্যে ৪৪৪ জন নারী শান্তিরক্ষী।

শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের মোট ১৬৮ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। এ বছর দুজন আহত শান্তিরক্ষীকে সম্মাননা প্রদান করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন