প্রতিনিধি নারায়ণগঞ্জ
![]() |
ফতুল্লার মুসলিম নগরের একটি বাসার নিচতলা থেকে রজনী আক্তার টুসীকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন |
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর থেকে আওয়ামী লীগ সমর্থক রজনী আক্তার টুসীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার ফরাজীকান্দা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, রজনী আক্তার টুসী রাজধানীর ডেমরা এলাকার বাসিন্দা। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমর্থক এবং ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে টুসী নিজের পরিচয় গোপন রেখে ফরাজীকান্দার একটি ভাড়া ফ্ল্যাটে উঠেছিলেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা তাঁকে লক্ষ্য রাখতে শুরু করেন। পরে পুলিশ তাঁকে আটক করতে এলে টুসী ‘জয় বাংলা’ স্লোগান দেন। এতে উপস্থিত লোকজন ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ছাত্রদল ও স্থানীয় বিএনপি-সমর্থকরা পাল্টা স্লোগান দিতে শুরু করেন। পরে পুলিশ সাবধানে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, 'টুসী রুবেল মিয়ার বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘেরাও করে আমাদের খবর দেয়। আমরা গিয়ে তাঁকে থানায় নিয়ে আসি।'
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, 'আটক হওয়া এই আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে রাজধানীর ডেমরা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলা রয়েছে।'