[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টগ্রামে বন্দর ভবনের ফটকের সামনে শ্রমিক দলের অবস্থান ধর্মঘট

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দলের অবস্থান ধর্মঘট। আজ সকালে বন্দর ভবনের ফটকের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন 

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখা। আজ রোববার সকাল ১০টায় বন্দর ভবনের ফটকের সামনে এই কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে ‘এনসিটি বেসরকারীকরণের সিদ্ধান্ত বাতিল করতে হবে’, ‘ভাড়াটিয়া লোক দিয়ে বন্দর পরিচালনা চাই না’ ইত্যাদি প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছেন নেতা–কর্মীরা। কর্মসূচির শুরুতে বক্তব্য দেন চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের (সাবেক সিবিএ) সহসম্পাদক মোজাহের হোসেন শওকত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবীর, সহসম্পাদক সানোয়ার মিয়া প্রমুখ।

বক্তরা বলেন, নিউমুরিং টার্মিনাল বন্দরের সবচেয়ে আয়বর্ধক টার্মিনাল। বন্দর নিজস্ব অর্থায়নে এই টার্মিনাল নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজন করেছে। বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে এই টার্মিনালে বন্দরের কোনো কর্তৃত্ব থাকবে না। বক্তরা টার্মিনালটি বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম বন্দরের বৃহৎ এই টার্মিনাল আওয়ামী লীগ সরকারের আমলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে জিটুজি ভিত্তিতে দীর্ঘ মেয়াদে পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার এটিকে এগিয়ে নিতে কাজ শুরু করেছে।

কর্মসূচিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখার নেতা–কর্মীরা অংশ নেন | ছবি: পদ্মা ট্রিবিউন 

আন্দোলনকারীদের ভাষ্য, টার্মিনালে আধুনিক সব যন্ত্রপাতি আছে ও ভালোভাবে চলছে। এর ফলে এই টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার বিপক্ষে তাঁরা। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষের ভাষ্য, বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হলে প্রতিযোগিতার মাধ্যমে বন্দরের সেবার মান ও দক্ষতা বাড়বে এবং বড় অঙ্কের আর্থিক লাভ হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন