প্রতিনিধি সিরাজগঞ্জ

মরদেহ উদ্ধার | প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় হাইওয়ে রেস্টহাউসের পেছনের ফাঁকা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরাফাত হোসেন (৪০) নামের ওই যুবকের মুখমণ্ডল ছিল থেঁতলানো। তিনি উপজেলার চড়িয়া কালিবাড়ী এলাকার একটি হোটেলের কর্মচারী ছিলেন। তাঁর বাড়ি ফরিদপুর জেলায়।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আরাফাত হোসেন রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় বিয়ে করে শ্বশুরবাড়িতেই থাকতেন। সেখানে থেকেই চড়িয়া কালিবাড়ী এলাকার একটি হোটেলে কাজ করতেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে হোটেলে কাজ করার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন আরাফাত। এরপর আর ফেরেননি। শুক্রবার সকালে ঘটনাস্থলে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আরাফাতের মুখমণ্ডল ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।