নিজস্ব প্রতিবেদক ঢাকা

মোয়াজ্জেম হোসেন, মুহাম্মদ তুহিন ফারাবী ও গাজী সালাউদ্দিন তানভীর (বাম থেকে ডানে) | ছবি: ফেসবুক থেকে নেওয়া

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মুহাম্মদ তুহিন ফারাবী ও বর্তমান পিও মাহমুদুল হাসানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া গাজী সালাউদ্দিন তানভীরের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক পিও তুহিন ফারাবী ও বর্তমান পিও মাহমুদুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির-বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার-বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তাঁরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। শুনানি নিয়ে আদালত তুহিন ফারাবী ও মাহমুদুলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

সালাউদ্দিনের বিষয়ে দুদক আদালতকে লিখিতভাবে বলেছে, তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির-বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার-বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুদক। তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন বলে দুদক জানতে পেরেছে। শুনানি নিয়ে আদালত তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

এর আগে ২৪ মে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। একই সঙ্গে তাঁর এনআইডি ব্লক করে দেওয়ার আদেশ দেওয়া হয়।