প্রতিনিধি নরসিংদী

হামলা | প্রতীকী ছবি

নরসিংদীর বেলাব উপজেলায় অভিযান চালাতে গিয়ে হামলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ছয় সদস্য আহত হয়েছেন। এ ছাড়া অভিযানে ব্যবহৃত একটি হাইয়েস গাড়ি ভাঙচুর করা হয়েছে। গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর উচ্চবিদ্যালয় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ছয়জন হলেন জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুস সালাম ও শেখ জসিম উদ্দিন; সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজিব হাসান এবং তিন কনস্টেবল শামসুল ইসলাম, মাজেদুল ইসলাম ও হাসমত আলী। তাঁরা বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ সম্পর্কে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, হামলার ঘটনায় জড়িত ১০ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে উপপরিদর্শক আবদুস সালাম বেলাব থানায় মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন মো. পারভেজ (২৬), সিনতাজ মোহাম্মদ সালমান (৩২), মো. মজিবুর (৪০), আব্দুল জলিল (৪৫), মোবারক হোসেন (৪২), মো. শাহজাহান (৪০), ইকতিয়ার হোসেন (৩৮), সেন্টু মিয়া (৪২), মো. হাবিবুর (৩৮) ও ইব্রাহিম খলিল (৪৩)। পুলিশ জানিয়েছে, আসামিরা এলাকায় মাদক ব্যবসায়ী ও জুয়াড়ি হিসেবে পরিচিত। তাঁদের বাড়ি ঘটনাস্থল ও আশপাশের এলাকায়।

হামলায় আহত এসআই ও মামলার বাদী আবদুস সালাম বলেন, ‘আমরা ওই এলাকায় অভিযান চালাতে গিয়েছিলাম। সেখানকার একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ি আমরা। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ামাত্রই পারভেজ নামের একজন এসে জানতে চান, “আমরা কারা, এখানে কেন এসেছি?” পরিচয় দেওয়ামাত্রই “ডিবি পুলিশ এখানে কেন?” বলেই চিৎকার করে লোক জড়ো করে আসামিরা হামলা চালায়। মসজিদ থেকে বের হওয়া মুসল্লি ও থানা পুলিশের সহায়তায় আমরা আহত ছয়জন ঘটনাস্থল থেকে উদ্ধার পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিই।’

স্থানীয় লোকজন বলছেন, বিন্নাবাইদ ইউনিয়নের ওই এলাকার বিভিন্ন স্থানে নিয়মিতই জুয়ার আসর বসে, মাদকের রমরমা ব্যবসাও চলে। এর পেছনে আছে একটি সংঘবদ্ধ চক্র। অভিযান চালানো পুলিশ সদস্যদের ওপর তাঁরাই হামলা চালিয়েছেন। এলাকার মানুষ ওই চক্রের অত্যাচারে অতিষ্ঠ।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, পুলিশের ওপর হামলার এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক নেই। জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। তাঁদের দ্রুত আইনের আওতায় আনা হবে।