[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফেসবুকে অশ্লীল ভিডিও, রাজশাহীতে ৩ তরুণ গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-

সাইবার হামলার প্রতীকী ছবি

রাজশাহীতে রাস্তায় নারীদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গির একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তিন তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে তাঁদের আটক করে রাজপাড়া থানা–পুলিশ ও নগর গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) ।

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক তরুণেরা হলেন নগরের রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে জুবায়ের হোসেন ওরফে রাকিব (১৯), কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তর পাড়ার মো. রমজানের ছেলে মো. সবুজ (২০) ও কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মো. রাজু (২১)।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওকে ঘিরে রাজশাহীসহ দেশজুড়ে শুরু হয় নিন্দার ঝড়। ভিডিওটিতে দেখা যায়, রাজশাহী নগরের সিঅ্যান্ডবি মোড়ে কয়েকজন তরুণ রাস্তায় চলাচলকারী নারীদের উত্ত্যক্ত করছেন এবং সেই দৃশ্য তাঁদের পরিচিত একজন মুঠোফোনে ধারণ করেন। পরে তিনি ভিডিওটি তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

পুলিশ জানিয়েছে, এরপর পুলিশের একাধিক দল জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। রাজপাড়া থানার পুলিশ গতকাল বেলা সোয়া একটায় নগরের কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান পরিচালনা করে আসামি জুবায়েরকে আটক করে। বেলা দুইটার দিকে সবুজকে কাশিয়াডাঙ্গা থানার ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে আটক করা হয়। এ ছাড়া সন্ধ্যার দিকে মহানগর গোয়েন্দা শাখা পুলিশ কাশিয়াডাঙ্গার সায়েরগাছা থেকে রাজুকে আটক করে।

এর আগে গত বুধবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ে। ২২ সেকেন্ডের ওই ভিডিও ধারণ করা হয় নগরের সিঅ্যান্ডবি মোড় থেকে পদ্মা নদীর ধারে যাওয়ার রাস্তায়। ওই ভিডিওতে দেখা যায়, চার তরুণ কেউ চেয়ারে, কেউ রাস্তার পাশে ফুটপাতে বসার বেদিতে বসে আছেন। তাঁদের সামনে দিয়ে নারী শিক্ষার্থীসহ কয়েকজন হেঁটে যাচ্ছেন। তাঁদের উদ্দেশে হাতের ইশারায় এক তরুণ অশ্লীল অঙ্গভঙ্গি করছেন। ওই তরুণসহ আরও তিন তরুণ মুখ দিয়ে নানা আওয়াজ করছেন। ওই ভিডিওর সঙ্গে একটি গানও জুড়ে দেওয়া হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন