{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

নেত্রকোনায় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, ৪ ঘণ্টা কারাগারে অন্ধকার

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি নেত্রকোনা

নেত্রকোনা জেলা কারাগার | ছবি: সংগৃহীত

নেত্রকোনা শহরের কুড়পাড় এলাকায় গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে (সাবস্টেশন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাড়ে চার ঘণ্টার বেশি সময় ধরে জেলা কারাগার বিদ্যুৎ–বিচ্ছিন্ন ছিল। পরে রাত তিনটার দিকে কারাগারে বিদ্যুৎ সরবরাহ সচল হয়।

পুলিশ, কারা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে শহরের বিভিন্ন এলাকায় লোডশেডিং চলছিল। রাত ১০টা ২৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে এর পাঁচ মিনিট পর কারাগারের প্রাচীরসংলগ্ন নিজস্ব সাবস্টেশনে হঠাৎ আগুন ধরে যায়। কারাগারের কর্মী ও স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

নেত্রকোনা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবদুল কাদির বলেন, সাবস্টেশনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রাত তিনটার দিকে বিদ্যুৎ সরবরাহ সচল হয়।

নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক হাফিজুর রহমান বলেন, ‘কারাগারে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলি।’

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন