প্রতিনিধি নাটোর
![]() |
গুলি | প্রতীকী ছবি |
নাটোরের লালপুরে মাদক কেনাবেচার টাকা নিয়ে ঝগড়ার কারণে এক ব্যক্তিকে মারধর করা হয়েছে। এ সময় আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি ছোড়া হয়।
এই ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার বিলমাড়িয়ার নাগশোষা গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে গ্রামের মাদক ব্যবসায়ী মনি সরদার, গোলাম কিবরিয়া কাজলের কাছে টাকা চান। তখন তাদের ঝগড়া হয়। পরদিন কাজলের মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে অভিযোগ করেন, মনি তার ছেলের কাছে ৬০ হাজার টাকা চাঁদা চাইছেন। এই অভিযোগে রাগ করে শুক্রবার দুপুরে মনি সরদার কয়েকজনকে নিয়ে কাজলকে মারধর করেন। তখন স্থানীয় লোকজন এগিয়ে এলে মনি ফাঁকা গুলি ছোড়ে এবং পালিয়ে যায়। পরে কাজলকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়।
লালপুর থানার তদন্ত কর্মকর্তা মোমিনুজ্জামান বলেন, 'কাজলকে মারধরের পর মনি ফাঁকা গুলি ছোড়ে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'