[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সিরাজগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ নিহত ২

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর সড়কের পাশে উল্টে যায় সিমেন্টবোঝাই ট্রাকটি। আজ সকালে উপজেলার রেলগেট নয়নগাঁতী কবরস্থানসংলগ্ন বগুড়া-নগরবাড়ি মহাসড়কে | ছবি: পদ্মা ট্রিবিউন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার রেলগেট নয়নগাঁতী কবরস্থানের কাছে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসের আরও এক যাত্রী আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন মাইক্রোবাসের চালক মুনছুরুল আলম (৪০) ও যাত্রী মানিক চন্দ্র শীল (৪২)। এতে সুমন কুমার (৪২) নামের আরেক যাত্রী আহত হয়েছেন। তাঁরা সবাই পাবনার আমিনপুর থানার হরিনাথপুর গ্রামের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে পাবনার নগরবাড়ি থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক রংপুরের উদ্দেশে যাচ্ছিল। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে এটির চালক, যাত্রীসহ তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মুনছুরুল ও সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়। তবে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে। বিধ্বস্ত ট্রাক ও মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন